শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

জাতিসংঘ পাকিস্তানের শুভেচ্ছাদূত হলেন হানিয়া

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ১৬:৫৬, ১৬ অক্টোবর ২০২৫

জাতিসংঘ পাকিস্তানের শুভেচ্ছাদূত হলেন হানিয়া

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও তরুণদের আইকন হানিয়া আমিরকে জাতিসঘে পাকিস্তানের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগের মাধ্যমে দেশটিতে লিঙ্গসমতা ও নারীর ক্ষমতায়নের প্রচারে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হলো।

সংস্থাটির এক ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়েছে, হানিয়া এখন থেকে তার জনপ্রিয়তা ও সামাজিক প্রভাব ব্যবহার করে নারীদের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক পদক্ষেপে অনুপ্রেরণা এবং দেশের নারীদের ও মেয়েদের কণ্ঠ আরও জোরালোভাবে তুলে ধরার কাজ করবেন।

পোস্টে আরও বলা হয়, “আমরা একসঙ্গে এমন এক ভবিষ্যতের পথে কাজ চালিয়ে যাব যেখানে প্রতিটি নারী ও মেয়ে সহিংসতা, বৈষম্য ও অসমতা থেকে মুক্ত থেকে তার পূর্ণ সম্ভাবনা বাস্তবায়ন করতে পারবে।”

ইনস্টাগ্রাম পোস্টে হানিয়ার চুক্তি স্বাক্ষরের একটি ছবিও প্রকাশ করা হয়েছে।

হানিয়া আমির পাকিস্তানের বিনোদন জগতের সবচেয়ে পরিচিত মুখগুলোর একটি, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তার জনপ্রিয়তা ব্যাপক। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনেও তার খ্যাতি দ্রুত বৃদ্ধি পেয়েছে।

তিনি সম্প্রতি ভারতীয় পাঞ্জাবি চলচ্চিত্র ‘সর্দার জি ৩’ তে অভিনয়ের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে অভিষেক করেছেন। ছবিটি পাকিস্তান ও ভারতের প্রবাসী সম্প্রদায়ের মধ্যে দারুণ সাড়া ফেলেছে, যা তাকে দুই দেশের সংস্কৃতির মধ্যে একীকরণের প্রতীকে পরিণত করেছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হিউস্টনে আয়োজিত একটি পুরস্কার অনুষ্ঠানে হানিয়া পেয়েছেন “গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড”, যেখানে তাকে বিনোদন ও সামাজিক সচেতনতায় অবদানের জন্য সম্মাননা জানানো হয়।

পাকিস্তান জানায়, হানিয়ার নিয়োগের মাধ্যমে তারা তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে এবং তাদের মধ্যে নারীর অধিকার বিষয়ে সচেতনতা আরও বাড়াতে চায়। সংস্থাটি লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন এবং সমঅধিকারের প্রচারে কাজ করছে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন