সার্জারি নয়, প্রাকৃতিকভাবেই সুন্দর থাকতে চান শ্রাবন্তী চ্যাটার্জ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১:৩৮, ১৬ অক্টোবর ২০২৫

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি নিজের চেহারা নিয়ে নানান আলোচনা-সমালোচনার মধ্যে সম্প্রতি মুখ খুলেছেন। এক পডকাস্টে তিনি জানিয়েছেন, এতদিনে নিজের সৌন্দর্য ধরে রাখতে কোনো ধরনের প্লাস্টিক সার্জারি বা ইনজেকশন (বোটক্স) করাননি।
শ্রাবন্তী বলেন, ‘ভগবান আমাকে যেভাবে তৈরি করেছেন, আমি সেভাবেই আছি। মাঝে মাঝে ওজন বাড়ে, আবার কমেও যায়। তবে মুখের পরিবর্তনটা একদম হয়নি। আমি এখন পর্যন্ত কোনো সার্জারি করিনি।’
সৌন্দর্য বাড়াতে বোটক্সের মতো প্রসাধনী চিকিৎসা নিয়ে কথা উঠতেই তিনি বলেন, `ইনজেকশন দেখে আমার খুব ভয় লাগে। ভবিষ্যতে কী হবে বলা মুশকিল, তবে এখন পর্যন্ত কিছুই করিনি। হয়তো একসময় ট্রাই করে দেখব, কিন্তু এখন নয়।‘
বর্তমানে কাজ ও ব্যক্তিগত জীবন দুটো নিয়েই খবরের শিরোনামে থাকেন শ্রাবন্তী। নিজের শরীর ও সৌন্দর্য নিয়ে এমন খোলামেলা মন্তব্যের পর তা দ্রুতই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ তার আত্মবিশ্বাসের প্রশংসা করছেন, কেউ আবার ‘প্রাকৃতিক সৌন্দর্য’-এর সংজ্ঞা নিয়ে নতুন করে আলোচনা তুলেছেন।