শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

বিদায় ‘হায়েনা এক্সপ্রেস’, শুক্রবার সোনার বাংলা সার্কাসের শেষ কনসার্ট

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৯:১২, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:২২, ১৬ অক্টোবর ২০২৫

বিদায় ‘হায়েনা এক্সপ্রেস’, শুক্রবার সোনার বাংলা সার্কাসের শেষ কনসার্ট

ঢাকায় একক কনসার্ট করছে দেশের বিকল্প সংগীত ধারায় আলোচিত ব্যান্ড সোনার বাংলা সার্কাস। আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) ঢাকার দ্য রাশিয়ান হাউজে (সাবেক রাশিয়ান কালচারাল সেন্টার, আরসিসি) এই বিশেষ কনসার্ট অনুষ্ঠিত হবে। 

এটি এই ব্যান্ডের অ্যালবামভিত্তিক একক সিরিজ কনসার্টের শেষ আয়োজন। কনসার্টের নাম- ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’। এর মধ্যে দিয়ে শেষ হচ্ছে তাদের ‘হায়েনা এক্সপ্রেস’ যাত্রা

২০২০ সালে প্রকাশিত অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’ এর গান নিয়ে গত চার বছরে দেশের প্রায় সব বিভাগীয় শহরে একক কনসার্ট করেছে ব্যান্ডটি। খুলনা বাদে সব বিভাগীয় শহরে এই কনসার্ট হয়েছে। এবার ঢাকায় হচ্ছে চূড়ান্ত কনসার্ট।

এ ব্যাপারে ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট প্রবর রিপন বলেন, “একটি ব্যান্ডকে বুঝতে হলে তাদের অ্যালবাম ও একক কনসার্ট দেখতে হয়। সাধারণ কনসার্টে সময় সীমাবদ্ধ থাকে। তাই নিজস্ব দর্শক-শ্রোতার সামনে ধীরস্থিরভাবে পারফর্ম করার সুযোগ করে দিতেই আমাদের একক কনসার্ট সিরিজ।”

তিনি জানান, খুলনায় কনসার্ট না হওয়ার একমাত্র কারণ ছিল উপযুক্ত ভেন্যু না পাওয়া।

ইতোমধ্যেই এই কনসার্টের সম্পূর্ণ টিকিট বিক্রি হয়ে গেছে বলে ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্যান্ডটি জানায়, কনসার্টের সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। ‘হায়েনা এক্সপ্রেস’ এর সব গান ছাড়াও আসন্ন অ্যালবাম ‘মহাশ্মশান’ এর কয়েকটি গানও পরিবেশন করা হবে কনসার্টে। বর্তমানে তারা কনসার্টের প্রস্তুতিতে প্র্যাকটিস প্যাডে ব্যস্ত সময় পার করছেন।

শুধু গান নয়, ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’ কনসার্টে আরও থাকছে কবিতা, জোকারদের পারফর্মিং আর্ট, ভিডিও প্রজেকশন ও লাইট ডিজাইনে বিশেষ চমক। ব্যান্ডের ভাষায়, এটি হবে একটি “কন্সেপ্টচ্যুয়াল কনসার্ট’, যা একেবারেই আলাদা অভিজ্ঞতা দেবে দর্শকদের।

সোনার বাংলা সার্কাস তাদের ব্যতিক্রমী গানের বিষয়বস্তু ও পারফরম্যান্স স্টাইলের জন্য পরিচিত। প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’ এর ‘এপিটাফ’, ‘অন্ধ দেয়াল’, ‘মৃত্যু উৎপাদন কারখানা’- গান তরুণদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পায়। ব্যান্ডটি ইতোমধ্যে দেশ-বিদেশে ২০০-এর বেশি কনসার্টে অংশ নিয়েছে।

ব্যান্ডের বর্তমান লাইন-আপ- প্রবর রিপন: ভোকাল ও গিটার, শ্বেত পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ: গিটার, শাকিল হক: বেজ গিটার, সাদ চৌধুরী: কি-বোর্ড ও সামিউল মমিত: ড্রামস।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন