নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবা উদ্ধার বিজিবির
উখিয়া-টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৩:১৩, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:১৮, ১৭ অক্টোবর ২০২৫

নাইক্ষ্যংছড়ি সীমান্তে উদ্ধার করা ইয়াবাসহ বিজিবি সদস্যরা। ছবি: বিজিবির সৌজন্যে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় এক লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে মিয়ানমার থেকে আসা ইয়াবা মজুদের খবর পেয়ে জারুলিয়াছড়ি সীমান্ত ফাঁড়ির (বিওপি) আওতাধীন ৪৪ নম্বর সীমান্ত পিলারের চিকনপাতাঝিরি এলাকায় এই অভিযান চালায় বিজিবি। তারা জানিয়েছে, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস.এম. কফিল উদ্দিন কায়েস বলেন, “পাচারকারীরা মিয়ানমার থেকে বিপুল ইয়াবা দেশে এনে সীমান্তবর্তী গ্রামে মজুদ করেছিল। সময় ও সুযোগ বুঝে এসব ইয়াবা দেশের অভ্যন্তরে সরবরাহের পরিকল্পনা ছিল তাদের।”
তিনি আরও বলেন, অভিযানকালে বিজিবিকে দেখতে পেয়ে পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।