রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৭, ১৫ অক্টোবর ২০২৫

ইতালির রাজধানী রোমে দুই দিনের সরকারি সফর শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশে ফিরেছেন। আজ বুধবার সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ও তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সকাল ৮টা ২০ মিনিটে তাদের বহনকারী বিমানটি অবতরণ করে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, রোম সফরকালে অধ্যাপক ইউনূস বিশ্ব খাদ্য সংস্থার ফ্ল্যাগশিপ ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন। সেখানে তিনি বৈশ্বিক খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি উন্নয়ন এবং দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে উদ্ভাবনী উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।
এ ছাড়া সফরকালীন সময়ে তিনি একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এসব বৈঠকে বাংলাদেশের কৃষি, ক্ষুদ্রঋণ এবং খাদ্য নিরাপত্তা খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
রোম সফর শেষে দেশে ফেরার পর প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিবসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা।