নেইমারকে পেছনে ফেলে মেসির বিশ্বরেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫:৩৪, ১৫ অক্টোবর ২০২৫

ফুটবল দুনিয়ায় আবারও নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে ইতিহাস গড়ে তিনি এখন আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক অ্যাসিস্টের মালিক।
বুধবার (১৫ অক্টোবর) সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে (ইন্টার মায়ামির ঘরের মাঠ) পুয়ের্তো রিকোর বিপক্ষে এক প্রীতি ম্যাচে মেসি তার ৫৯তম অ্যাসিস্ট করেন। এর মাধ্যমে তিনি ব্রাজিলের নেইমার ও যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ল্যান্ডন ডোনোভানকে পিছনে ফেলেন—যাদের অ্যাসিস্ট সংখ্যা ছিল ৫৮।
প্রথমার্ধে গনজালো মন্তিয়েলের গোলে অসাধারণ এক পাসে সহায়তা করে নতুন ইতিহাস গড়েন মেসি। কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি। দ্বিতীয়ার্ধে লাওতারো
মার্তিনেজের গোলেও সরাসরি অবদান রাখেন, ফলে তার আন্তর্জাতিক অ্যাসিস্ট সংখ্যা দাঁড়ায় ৬০—যা বিশ্ব ফুটবলে এককভাবে সর্বোচ্চ।
ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে এই অনন্য অর্জন আরও একবার প্রমাণ করে, ৩৮ বছর বয়সী মেসি এখনো সমান ছন্দে খেলছে
পরিসংখ্যান অনুযায়ী, মেসি তার ১,১২৯টি পেশাদার ম্যাচে মোট ৩৯৭টি অ্যাসিস্ট করেছেন, যা আধুনিক ফুটবলের ইতিহাসে এক বিরল কীর্তি।