অনলাইনে পাওয়া যাচ্ছে টিকিট
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ম্যাচ মিরপুরে ১৮–২৩ অক্টোবর
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৪:৩৩, ১৫ অক্টোবর ২০২৫

ঢাকার ম্যাচে অনুষ্ঠেয় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার সকাল থেকেই অনলাইনে এই টিকেট পাওয়া যাচ্ছে। রাজধানীর মিরপুরের মাঠে তিন দিন পরই এই ম্যাচ শুরু।
দর্শকেরা অনলাইনে https://www.gobcbticket.com.bd ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারবেন। প্লে স্টোর থেকে ‘গো বিসিবি টিকিট’ অ্যাপ ডাউনলোড করেও টিকিট কেনা যাবে।
টিকিটের মূল্য প্রতিজনের জন্য ইস্টার্ন গ্যালারিতে ৩০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারিতে ৪০০ টাকা টাকা করে,
দুটি ক্লাব হাউস গ্যালারিতে প্রতি টিকেটের দাম ৮০০ টাকা করে এবং দুটি ইন্টারন্যাশনাল গ্যালারিতে প্রতি টিকেট ১,৫০০ টাকা করে। এ ছাড়া গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারিতে টিকেট ২,৫০০ টাকা করে।
ওয়ান ডে ম্যাচ হবে তিন দিন- ১৮, ২১ ও ২৩ অক্টোবর। ভেন্যু- শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর। ম্যাচ শুরু দুপুর দেড়টায়।
টি–টোয়েন্টি সিরিজ হবে তিন দিন- ২৭, ২৯ ও ৩১ অক্টোবর। তবে এই ম্যাচের ভেন্যু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম।
আফগানিস্তান সিরিজের পর খুব কম বিরতিতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। দর্শকদের আগ্রহ মাথায় রেখে অনলাইনেই টিকিট বিক্রির ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ, যাতে লাইনে দাঁড়ানো ছাড়াই নিরাপদে ও সহজে টিকিট পাওয়া যায়।
টিকিট কেনার সময় জাতীয় পরিচয়পত্র/মোবাইল নম্বর যাচাই এবং ই-টিকিট ডাউনলোড/ইমেইল কনফার্মেশন সংরক্ষণ করে রাখুন।
প্রবেশের সময় কিউআর/বারকোড স্ক্যানের জন্য ই-টিকিট স্পষ্টভাবে উপস্থাপনযোগ্য রাখতে হবে।
আয়োজনকারী কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী টিকিট ক্রয়সীমা, রিফান্ড বা পুনঃবিক্রয় নীতিতে পরিবর্তন হতে পারে।