কিছু বিষয় অস্পষ্ট
তাই সংশয়ের জায়গা তৈরি হয়েছে: আখতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:২০, ১৫ অক্টোবর ২০২৫

জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের প্রক্রিয়ায় কিছু অস্পষ্টতা থাকায় সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন। বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, “জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের প্রক্রিয়া সংক্রান্ত কিছু বিষয় এখনো অস্পষ্ট। ফলে সনদ স্বাক্ষরের শেষ মুহূর্তে কিছু জায়গায় সংশয় তৈরি হয়েছে। জাতিকে অস্পষ্ট রেখে কোনো উদ্যোগ সফল করা সম্ভব নয়। আমরা ১৬ জুলাই যে খসড়া পেয়েছি, সেখানে ‘নোট অব ডিসেন্ট’-এর বিষয়গুলো স্পষ্ট করা হয়নি।”
তিনি আরও বলেন, “নোট অব ডিসেন্টগুলোকে একটি সঙ্গতিপূর্ণ জায়গায় আনা জরুরি। এর একটি সংজ্ঞা ও বাস্তবায়নের পথনকশা থাকা দরকার। আমাদের লক্ষ্য হলো সনদের বাস্তবায়নের পথ পরিষ্কার করা, তারপরই স্বাক্ষরের দিকে যাওয়া উচিত। সবকিছু পরিষ্কারভাবে নির্ধারিত হলে তবেই জাতির জন্য এটি সাফল্যের প্রতীক হবে।”
এনসিপি নেতা আরও উল্লেখ করেন, “বাংলাদেশ যেন জবাবদিহিমূলক গণতান্ত্রিক পথে অগ্রসর হতে পারে, সেই প্রত্যাশা থেকেই আমরা ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছি। দীর্ঘ সময়ের সহনশীল আলোচনার মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা দেশের গণতান্ত্রিক উন্নয়ন প্রক্রিয়াকে এগিয়ে নেবে।”
সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, “নতুন সংবিধান নয়, বরং এটিকে ‘সংস্কার সংবিধান’ হিসেবে বিবেচনা করার বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি। গণভোটের দিন-তারিখ ও প্রক্রিয়াটি এখনো পরিষ্কার না হওয়ায় সেগুলো দ্রুত জাতির সামনে তুলে ধরা জরুরি।”
আখতার হোসেনের মতে, স্বচ্ছতা ও পারস্পরিক আস্থার মাধ্যমেই জুলাই সনদ কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।