বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

চমক থাকতে পারে ওয়ানডে দলে

ইয়াসির রাব্বি ও অংকন আলোচনায়

ক্রীড়া প্রতিবেদক 

প্রকাশ: ১৫:৪৫, ১৬ অক্টোবর ২০২৫

ইয়াসির রাব্বি ও অংকন আলোচনায়

শ্রীলঙ্কার পর আফগানিস্তানের কাছেও ওয়ানডে সিরিজে ভরাডুবি—ফলে দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন। সমালোচকদের কাঠগড়ায় এখন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বিশেষ করে জাকের আলীকে দলে রাখা নিয়ে নির্বাচক সভায় আপত্তি উঠেছিল বলেও জানা গেছে। টপ অর্ডারে বিকল্প হিসেবেও আলোচনায় আছেন সৌম্য সরকার।

নির্বাচক প্যানেলের একাধিক সদস্য ওয়ানডে দলে পরিবর্তনের পক্ষে জোরালো মত দিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধান কোচ ফিল সিমন্স ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে আলোচনা করবেন তাঁরা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা হতে পারে আজই। সেখানে ইয়াসির আলী রাব্বি ও মাহিদুল ইসলাম অংকন জায়গা পেতে পারেন বলে ইঙ্গিত মেলেছে।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে অংকনের নাম আলোচনায় এসেছে। অস্ট্রেলিয়া সফরে ‘এ’ দলের হয়ে টি২০ খেলেছিলেন এই তরুণ ব্যাটার-উইকেটরক্ষক। সেখানে বড় রান না পেলেও দক্ষতা ও টেকনিক দিয়ে নজর কেড়েছেন।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জাকের আলীর জায়গায় অংকনকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাই বেশি।

আরব আমিরাত থেকে কাঁধে চোট নিয়ে দেশে ফেরা ওপেনার পারভেজ হোসেন ইমন ওয়ানডে দলে নেই। এমআরআই রিপোর্টে চোট ধরা পড়েছে তাঁর বাঁ কাঁধে, ফলে টি২০ সিরিজেও খেলা নিয়ে সংশয় রয়েছে।

এদিকে বাঁ পাঁজরের টান নিয়ে দেশে ফেরা লিটন দাস এখনো পুরোপুরি ফিট নন। আজ তাঁরও এমআরআই স্ক্যান হবে। চিকিৎসকরা সবুজ সংকেত দিলে তিনি কেবল টি২০ সিরিজে ফিরতে পারেন।

নির্বাচক ও অধিনায়ক উভয়ই বোলিং বিভাগে কিছু পরিবর্তনের পক্ষে। অধিনায়ক মিরাজ জানিয়েছেন, “আমাদের সামনে এখন জয় ছাড়া কোনো পথ নেই।”
তানভীর ইসলাম ইতিমধ্যেই দলে থাকায় অতিরিক্ত বাঁহাতি স্পিনার নেওয়ার সম্ভাবনা কম। বোলিং বৈচিত্র্য আনতে শেখ মেহেদী হাসানকে ফের বিবেচনা করা হতে পারে।

সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই দেখা যেতে পারে নতুন রূপে সাজানো এক ওয়ানডে দল, যেখানে থাকবে তরুণদের চমকও।

আরও পড়ুন