মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের ওপর চটলেন বুমরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭:০৬, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:৫৩, ১৬ অক্টোবর ২০২৫

মুম্বাই বিমানবন্দরে হঠাৎ করেই মেজাজ হারালেন ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরা। দিল্লি টেস্ট শেষ করে শহরে ফিরছিলেন তিনি। বিমানবন্দর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই চারদিক থেকে তাকে ঘিরে ধরে ফেলে পাপারাজ্জিদের একঝাঁক। ছবি তুলতে গিয়ে যখন তাকে প্রায় ঘিরে ফেলেছেন, তখনই বিরক্ত হয়ে পড়েন বুমরা।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়—বুমরা চারপাশে ক্যামেরা তাক করা ফটোগ্রাফারদের উদ্দেশে বলেন, ‘আমি তোমাদের আসতে বলিনি। তোমরা অন্য কারোর জন্য এসেছো। ওরা নিশ্চয়ই আসছে।’
তবে তার সেই অনুরোধে কর্ণপাত না করেই পাপারাজ্জিরা ছবি তোলার জন্য অনুরোধ চালিয়ে যান। এমন সময় একজন বলে ওঠে, ‘বুমরা ভাই, আপনি আমাদের দিওয়ালির বোনাস।’
তাতে আরও বিরক্ত হয়ে বুমরা বলেন, ‘আরে ভাই, আমাকে গাড়ির কাছে যেতে দাও।’
এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক আলোচনার ঝড়। অনেকেই মনে করছেন, সাম্প্রতিক ম্যাচের বিতর্কিত সিদ্ধান্ত এবং ক্রমাগত মিডিয়ার নজরদারি তার মানসিক চাপ বাড়িয়ে তুলেছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে একটি সিদ্ধান্ত বুমরার বিপক্ষে যায়। তার বল সরাসরি স্ট্যাম্পের সামনে প্রতিপক্ষ ব্যাটার ক্যাম্পবেলের পায়ে লাগে। ফিল্ড আম্পায়ার ব্যাটারের পক্ষে সিদ্ধান্ত দেন। ভারতীয় দল ডিআরএস নিলেও তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত বদলাননি।
বুমরাকে সেই সময় স্ট্যাম্প মাইকে বলতে শোনা যায়— ‘তুমি জানো এটা আউট ছিল, কিন্তু টেকনোলজি সেটা প্রমাণ করতে পারল না।’
এই মন্তব্য থেকেই বোঝা যায়, মাঠের মধ্যেও তার হতাশা চরমে উঠেছিল।