কোহলি-গাভাস্কারকে ছাড়িয়ে গেলেন জয়সোয়াল
ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল যেন থামতেই জানেন না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই আরেকটি সেঞ্চুরি হাঁকিয়ে আবারও আলোচনায় এই ২৩ বছর বয়সী ক্রিকেটার। এটি তার ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি। দুরন্ত ফর্মে থাকা জয়সোয়াল এবার এমন এক মাইলফলকে পৌঁছেছেন, যা পেছনে ফেলে দিয়েছে ভারতের দুই মহাতারকা বিরাট কোহলি ও সুনীল গাভাস্কারকেও।