বিপিএল নিলামের পূর্ণ তালিকা প্রকাশ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরকে সামনে রেখে স্থানীয় ক্রিকেটারদের নিলামের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য এই নিলামকে ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। এবারের নিলামে মোট ১৬৬ জন স্থানীয় ক্রিকেটার থাকলেও, এর মধ্যে ১০ জন সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ফলে নিলামে উঠবেন বাকি ১৫৬ জন।