২৬ ডিসেম্বর শুরু, ফাইনাল ২৩ জানুয়ারি
বিপিএল মাঠে গড়ানো পেছাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২:৪৬, ২৭ নভেম্বর ২০২৫
বিপিএল মাঠে গড়ানোর সময় আবারও পিছিয়ে গেল। ছবি: সংগৃহীত
বিপিএল মাঠে গড়ানোর সময় আবারও পিছিয়ে গেল। কয়েক দফা পরিবর্তনের পর অবশেষে নতুন সূচি ঘোষণা করেছে গভর্নিং কাউন্সিল। পূর্বঘোষিত ১৯ ডিসেম্বর নয়, ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। আর ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৪ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
গভর্নিং কাউন্সিলের জানানো সর্বশেষ তথ্যে দেখা যায়, সূচি পুনর্নির্ধারণের পাশাপাশি পরিবর্তন এসেছে দলসংখ্যাতেও। শুরুতে পাঁচ দলের টুর্নামেন্ট পরিকল্পনা করা হলেও সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী যুক্ত হয়েছে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। ফলে এবারের বিপিএলে অংশ নেবে ছয় দল—রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, চিটাগং রয়্যালস এবং নতুন সংযোজন নোয়াখালী এক্সপ্রেস।
বিপিএলের নিলাম অনুষ্ঠানও কয়েক দফা পেছানোর পর ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। প্রায় এক যুগ আগে যে নিলাম পদ্ধতি চালু ছিল, এবারের আসরে কর্তৃপক্ষ আবারও সেই মডেলে ফিরেছে। এবার নিলামে নাম জমা দিয়েছেন ৫০০ বিদেশি ক্রিকেটার—যাদের মধ্যে ২৫০ জন স্থান পেয়েছেন ড্রাফটে। কয়েকজন বিদেশি ও দেশি খেলোয়াড় ইতোমধ্যে সরাসরি চুক্তি সেরে ফেলেছেন।
তালিকায় দেশি ক্রিকেটারের সংখ্যা ছিল ১৬৬; তবে ১০ জন সরাসরি চুক্তি করায় এখন তা ১৫৬ জনে নেমেছে।
দলের স্কোয়াড গঠনের নিয়ম-নিলাম থেকে অন্তত ২ জন বিদেশি নিতে হবে।দেশি খেলোয়াড়ের ক্ষেত্রে ন্যূনতম ১২ জন নেওয়া বাধ্যতামূলক।সরাসরি চুক্তিতে সর্বোচ্চ ২ জন বিদেশি ও ২ জন দেশি নেওয়ার সুযোগ রয়েছে।
একাদশে সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলতে পারবেন; সর্বনিম্ন থাকবে ২ জন। সূচি পরিবর্তন নিয়ে সমর্থকদের মধ্যে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। তবে আয়োজকদের দাবি, সব দলের প্রস্তুতি, বিদেশি খেলোয়াড়দের সময়সূচি এবং সম্প্রচার–বাজারের বাস্তবতা বিবেচনায় নতুন তারিখই সবচেয়ে উপযোগী।
