শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

| ১৫ অগ্রাহায়ণ ১৪৩২

২৬ ডিসেম্বর শুরু, ফাইনাল ২৩ জানুয়ারি

বিপিএল মাঠে গড়ানো পেছাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২:৪৬, ২৭ নভেম্বর ২০২৫

বিপিএল মাঠে গড়ানো পেছাল

বিপিএল মাঠে গড়ানোর সময় আবারও পিছিয়ে গেল। ছবি: সংগৃহীত

বিপিএল মাঠে গড়ানোর সময় আবারও পিছিয়ে গেল। কয়েক দফা পরিবর্তনের পর অবশেষে নতুন সূচি ঘোষণা করেছে গভর্নিং কাউন্সিল। পূর্বঘোষিত ১৯ ডিসেম্বর নয়, ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। আর ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৪ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

গভর্নিং কাউন্সিলের জানানো সর্বশেষ তথ্যে দেখা যায়, সূচি পুনর্নির্ধারণের পাশাপাশি পরিবর্তন এসেছে দলসংখ্যাতেও। শুরুতে পাঁচ দলের টুর্নামেন্ট পরিকল্পনা করা হলেও সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী যুক্ত হয়েছে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। ফলে এবারের বিপিএলে অংশ নেবে ছয় দল—রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, চিটাগং রয়্যালস এবং নতুন সংযোজন নোয়াখালী এক্সপ্রেস।

বিপিএলের নিলাম অনুষ্ঠানও কয়েক দফা পেছানোর পর ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। প্রায় এক যুগ আগে যে নিলাম পদ্ধতি চালু ছিল, এবারের আসরে কর্তৃপক্ষ আবারও সেই মডেলে ফিরেছে। এবার নিলামে নাম জমা দিয়েছেন ৫০০ বিদেশি ক্রিকেটার—যাদের মধ্যে ২৫০ জন স্থান পেয়েছেন ড্রাফটে। কয়েকজন বিদেশি ও দেশি খেলোয়াড় ইতোমধ্যে সরাসরি চুক্তি সেরে ফেলেছেন।

তালিকায় দেশি ক্রিকেটারের সংখ্যা ছিল ১৬৬; তবে ১০ জন সরাসরি চুক্তি করায় এখন তা ১৫৬ জনে নেমেছে।

দলের স্কোয়াড গঠনের নিয়ম-নিলাম থেকে অন্তত ২ জন বিদেশি নিতে হবে।দেশি খেলোয়াড়ের ক্ষেত্রে ন্যূনতম ১২ জন নেওয়া বাধ্যতামূলক।সরাসরি চুক্তিতে সর্বোচ্চ ২ জন বিদেশি ও ২ জন দেশি নেওয়ার সুযোগ রয়েছে।

একাদশে সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলতে পারবেন; সর্বনিম্ন থাকবে ২ জন। সূচি পরিবর্তন নিয়ে সমর্থকদের মধ্যে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। তবে আয়োজকদের দাবি, সব দলের প্রস্তুতি, বিদেশি খেলোয়াড়দের সময়সূচি এবং সম্প্রচার–বাজারের বাস্তবতা বিবেচনায় নতুন তারিখই সবচেয়ে উপযোগী।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তারেক রহমানের ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল থেকে অনলাইন ক্লাস শুরু
ব্যবসায়ীদের কমফোর্ট জোন দিতে ব্যর্থ রাজনীতি: জামায়াত আমির
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি
ই-রিটার্নে রেকর্ড: ২০ লাখের বেশি রিটার্ন দাখিল
খেলাপি ঋণ সংকট কাটাতে ১০ বছর লাগবে: গভর্নর
ফ্লাই করার মতো অবস্থায় নেই খালেদা জিয়া—এভারকেয়ার থেকে জানালেন মান্না
এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নিতে এয়ারঅ্যাম্বুলেন্স প্রস্তুত
খালেদা জিয়াকে নিয়ে মুশফিকুলের আবেগঘণ স্মৃতিচারণ ‘আমার ব্যক্তিগত ঋণ’
‘লুটপাটকারীদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না’ — মির্জা ফখরুল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় রাষ্ট্রপতির গভীর উদ্বেগ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টার পরিষদের সভায় দোয়া
তফসিল কবে জানালেন সিইসি নাসির উদ্দিন
দুটি বিতর্কিত অভিযানের পর র‍্যাব-১৫–এ ‘গণবদলি’
বেগম জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলামের বিবৃতি
দেশে ফেরার বিষয়ে কথা বললেন তারেক রহমান
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে