বিপিএল নিলামে কোন দল কত টাকা খরচ করল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০:০০, ১ ডিসেম্বর ২০২৫
বিপিএল নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো কোটি টাকার বাজেটের মধ্যে নিজেদের পছন্দের ক্রিকেটারদের দলে নিয়েছে। ছবি: সংগৃহীত
বিপিএল নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো কোটি টাকার বাজেটের মধ্যে নিজেদের পছন্দের ক্রিকেটারদের দলে নিয়েছে। তবে কোনো দলই বিসিবি নির্ধারিত সর্বোচ্চ সীমা ছুঁতে পারেনি।
রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে নিলাম। যেখান থেকে পছন্দের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
বিপিএলের নিয়ম অনুযায়ী, দেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ খরচ সাড়ে চার কোটি টাকা এবং বিদেশি ক্রিকেটারের জন্য সাড়ে ৩ লাখ ডলার।
নিলামে সবচেয়ে বেশি টাকা খরচ করেছে রংপুর রাইডার্স। ১২ ক্রিকেটার নিতে তাদের খরচ ৪ কোটি ১৬ লাখ টাকা। নিলামে দ্বিতীয় সর্বোচ্চ টাকা খরচ করেছে চট্টগ্রাম রয়্যালস। ৩ কোটি ৮৭ লাখ টাকা খরচ করেছে তারা। এর মধ্যে প্রথম ডাকে মোহাম্মদ নাঈমকে কিনতেই ১ কোটি ১০ লাখ টাকা খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
সবচেয়ে বেশি ১৩ ক্রিকেটার নেওয়া রাজশাহী ওয়ারিয়র্সের খরচ হয়েছে ৩ কোটি ৮১ লাখ টাকা। ৩ কোটি ৩৮ লাখ টাকা খরচ করেছে ঢাকা ক্যাপিটালস। ২ কোটি ৭৪ লাখ টাকা খরচ করেছে সিলেট টাইটানস।
নিলামে সবচেয়ে কম টাকা খরচ করেছে নোয়াখালী এক্সপ্রেস। ২ কোটি ৬৩ লাখ টাকা খরচ করে স্থানীয় ১২ ক্রিকেটারকে কিনেছে তারা।
বিদেশি ক্রিকেটার কিনতে দলগুলো খরচ করতে পারত ৩ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত। কিন্তু নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স ৫০ হাজার ডলারও খরচ করেনি। সর্বোচ্চ ৭৫ হাজার ডলার খরচ করেছে ঢাকা ক্যাপিটালস, নিলাম থেকে একমাত্র তারাই তিনজন বিদেশি ক্রিকেটার কিনেছে।
নিলামের ফলাফলের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের দলকে শক্তিশালী করার চেষ্টা করেছে, যদিও সর্বোচ্চ খরচ সীমা কেউ স্পর্শ করেনি।
