মোহাম্মদপুরে ৬ তলা ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৪৭, ১ ডিসেম্বর ২০২৫
মোহাম্মদপুরে ৬ তলা ভবনে আগুন। ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর জহুরি মহল্লায় সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে একটি ছয়তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, আগুনে কোনো ব্যক্তি আহত হয়নি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
