সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

| ১৭ অগ্রাহায়ণ ১৪৩২

একনেক বৈঠকে ১৬ হাজার ৩২ কোটি টাকার ১৮ প্রকল্প অনুমোদন 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:০০, ১ ডিসেম্বর ২০২৫

একনেক বৈঠকে ১৬ হাজার ৩২ কোটি টাকার ১৮ প্রকল্প অনুমোদন 

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ফাইল ছবি

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৬ হাজার ৩২ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ১৮টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। সম্পূর্ণ ব্যয় সরকারই বহন করবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ১৩টি এবং সংশোধিত প্রকল্প ৫টি।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে ২০২৫–২৬ অর্থবছরের ৬ষ্ঠ একনেক সভা শেষে এই তথ্য জানানো হয়। 

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সমাজকল্যাণ ও নারী-শিশু উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ–জ্বালানি–সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ–পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্ততরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে ১০ হাজার ১০১ কোটি ১০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৬০৯ কোটি ৭০ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা।

কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে—চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প এবং মানসম্পন্ন বীজ আলু উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ জোরদারকরণ প্রকল্পের দ্বিতীয় সংশোধিত সংস্করণ। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে শ্রীকাইল ডিপ-১, মোবারকপুর ডিপ-১ ও ফেঞ্চুগঞ্জ সাউথ-১ অনুসন্ধান কূপ খনন এবং সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চারটি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে রয়েছে মিরপুর-৯–এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–২০২৪-এ কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের জন্য ১,৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ এবং একই আন্দোলনে নিহত পরিবারের স্থায়ী বাসস্থান নিশ্চিতে ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট প্রকল্প। পাশাপাশি সচিবালয় এলাকায় অগ্নিনিরাপত্তা আধুনিকায়ন এবং ২১ তলা নতুন অফিস ভবন নির্মাণ প্রকল্পও অনুমোদন পায়।

সেতু মন্ত্রণালয়ের আওতায় অনুমোদন পেয়েছে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)–এর তৃতীয় সংশোধিত সংস্করণ ও সিরাজগঞ্জ–রায়গঞ্জ (চান্দাইকোনা) মহাসড়ক উন্নয়ন প্রকল্প। স্থানীয় সরকার বিভাগের নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অটিজম ও নিউরো-ডেভেলপমেন্ট সেবা কেন্দ্র প্রকল্পও অনুমোদিত হয়েছে।

এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের জাপান হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ প্রকল্পের দ্বিতীয় ধাপ, আইসিটি মন্ত্রণালয়ের ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধিত সংস্করণ এবং শিক্ষা মন্ত্রণালয়ের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণাগার ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন পায়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প অনুমোদিত হয়েছে—জলবায়ুনির্ভর প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা সেবা উন্নয়ন প্রকল্প, মুন্সিগঞ্জে এসেনসিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার প্রথম সংশোধন এবং স্বাস্থ্য অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তর ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন প্রকল্প।

সভায় ইতোমধ্যে অনুমোদিত ১৫টি অন্যান্য প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে বিভিন্ন জেলা স্টেডিয়াম উন্নয়ন, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র আধুনিকায়ন, সীমান্ত নিরাপত্তা জোরদার, জলাবদ্ধতা নিরসন ও অবকাঠামো উন্নয়নসহ একাধিক খাত।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

আচরণবিধি লঙ্ঘনে ‘তাৎক্ষণিক প্রার্থিতা বাতিলের’ হুঁশিয়ারি ইসির
ডা. জাহিদের বক্তব্য ছাড়া খালেদা জিয়ার চিকিৎসার তথ্য প্রকাশ না করার আহ্বান বিএনপির
খালেদা জিয়ার অবস্থা্ ‘খুব ক্রিটিক্যাল’, জানালেন বিএনপি নেতা আজম খান
একনেক বৈঠকে ১৬ হাজার ৩২ কোটি টাকার ১৮ প্রকল্প অনুমোদন
পূর্বাচল প্লট বরাদ্দ জালিয়াতি মামলা; কেন আইনজীবী পাননি হাসিনা-রেহানা-টিউলিপ?
এবার বিএনপিতে রেজা কিবরিয়া: ৭ বছরে ৩ বার দল বদল
ভেন্টিলেশন সাপোর্টে খালেদা জিয়া
রেহানার প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ
শেখ হাসিনার পাঁচ, শেখ রেহানার সাত, টিউলিপের দুই বছরের কারাদণ্ড
‘আর.ভি ড. ফ্রিডটজফ নানসেন’ জরিপ; বঙ্গোপসাগরে ৬৫ নতুন প্রজাতির মাছ, বাংলাদেশ অংশেই ৫ প্রজাতি
অবৈধ আহরণে সমুদ্রে কমে যাচ্ছে মাছ: ফরিদা আখতার
খালেদা জিয়ার সুস্থতায় ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
বিএনপির হাতেই দেশের সার্বভৌমত্ব: মির্জা আব্বাস
১৭০ আসনে জেএসডির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ: দেখে নিন প্রার্থী কারা
ছাদে দুই কিশোর, বন্ধ মেট্রোরেল চলাচল
সরকারি প্লট বরাদ্দ দুর্নীতি মামলা : শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় সোমবার
হত্যাকাণ্ডে শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিলো: তদন্ত কমিশন
নারায়ণগঞ্জে বাউলদের সমাবেশ মঞ্চের ফেস্টুন ছিঁড়ল যুবক, আটক
তারেক রহমান ঢাকায় না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা ঠিক না: পররাষ্ট্র উপদেষ্টা
সীমান্ত হত্যার সমাধান আপাতত দেখছি না: পররাষ্ট্র উপদেষ্টা