খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের বিদেশি মেডিকেল টিম ঢাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:২৩, ১ ডিসেম্বর ২০২৫
অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসা করতে ঢাকায় পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম। কোলাজ ছবি
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করতে পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম ঢাকায় এসেছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে টিমটি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করে। দলের বেশির ভাগ চিকিৎসকই চীনের নাগরিক বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বিদেশি চিকিৎসকেরা বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন। হাসপাতালের মেডিকেল বোর্ড মনে করছে, খালেদা জিয়ার বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামত জরুরি হয়ে পড়েছে।
এর আগে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশি ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
এক সপ্তাহের বেশি সময় ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। কিডনি ও লিভার–সংক্রান্ত জটিলতার সঙ্গেও তিনি লড়ছেন। অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।
