রামুতে ইয়াবাসহ তিন মাদক পাচারকারী গ্রেপ্তার
উখিয়া-টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৭:৪৪, ১ ডিসেম্বর ২০২৫
ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া তিন মাদক পাচারকারী। ছবি: সমাজকাল
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালংয়ের তুলাবাগানে এক হাজার ৮৩৫ পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। তাদের নারী সহযোগী কৌশলে পালিয়ে গেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর সদর উপজেলার রাহাপাড়ার বাসিন্দা ছামেদ আলীর ছেলে মো. শাকিল খাঁ (২৫) এবং রামুর মোহাম্মদ হাসানের ছেলে মো. শাহজাহান (৩২) ও নুরুল আমিনের ছেলে মো. ওমর ফারুক (৩০। পলাতক নারী পাচারকারী হামিদা আক্তার খুনিয়াপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কম্বোনিয়ার মৃত মো. আলমের স্ত্রী।
রোববার (৩০ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে রামু হাইওয়ে থানার সামনে এ অভিযান চালানো হয়।
রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। পলাতক হামিদা আক্তারকে গ্রেপ্তারে চলছে।
