নারায়ণগঞ্জে বাউল সংগীত শিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা
প্রকাশ: ১৪:২০, ১ ডিসেম্বর ২০২৫
নিহতের মরদেহ উদ্ধার করেছে ফতুল্লা থানা পুলিশ।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সুমন খলিফা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১ ডিসেম্বর) সকালে মধ্য নরসিংপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি বরিশালের আগৈলঝড়া গ্রামের মন্টু খলিফার ছেলে।
তিনি রবিবার (৩০ নভেম্বর) রাতে স্ত্রী বাউল সংগীত শিল্পী সোনিয়া আক্তারের সঙ্গে পঞ্চবটী এলাকায় গান করার উদ্দেশ্যে এসেছিলেন।
সোনিয়া জানান, রাতে গান চলাকালে বাইরে বের হয়ে আর ফেরেননি সুমন। অনেক খোঁজাখুঁজি পর সকালে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে স্বামীর মরদেহ সনাক্ত করেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
