টেকনাফে স্পিডবোট উল্টে মা-মেয়ে নিহত, ছয় যাত্রী উদ্ধার
উখিয়া-টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৪:৩৫, ১ ডিসেম্বর ২০২৫
স্থানীয় প্রশাসন ও কোস্টগার্ডের যৌথ তৎপরতায় দ্রুত উদ্ধার অভিযানে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফ উপকূলে যাত্রীবাহী স্পিডবোট উল্টে মা–মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মরিয়ম বেগম তার চার বছরের শিশুকন্যা মায়মাকে নিয়ে সেন্টমার্টিন থেকে স্পিডবোটটিতে শাহপরীর দ্বীপে যাচ্ছিলেন। আরও ছয় যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতরা সেন্টমার্টিনের ৬ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার মাহফুজ রহমানের স্ত্রী ও মেয়ে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে শাহপরীর দ্বীপের ঘোলাচরের সাগরে আকস্মিকভাবে উল্টে গেলে স্পিডবোটের আটজন যাত্রী নিখোঁজ হন। তাদের সবাইকে গুরুতর অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মা-মেয়েকে মৃত ঘোষণা করেন।
অন্য যাত্রীদের মধ্যে দু’জন অসুস্থ হলেও তারা আশঙ্কামুক্ত। বাকিদেরও উদ্ধার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, স্থানীয় প্রশাসন ও কোস্টগার্ডের যৌথ তৎপরতায় দ্রুত উদ্ধার অভিযানে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। নিহত মা-মেয়ের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
