রায়গঞ্জে পুকুরে ভাসছিল শিশুর মরদেহ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫:৩৮, ১ ডিসেম্বর ২০২৫
শিশুর মরদেহ উদ্ধারের খবরে পুকুরপাড়ে উৎসুক জনতার ভিড়। ছবি: সমাজকাল
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক শিশুর (৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ ডিসেম্বর) সকাল আটটার দিকে ঘুড়কা ইউনিয়নের দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুরে শিশুটির মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে সলঙ্গা থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেওভোগ বাজার সংলগ্ন পুকুরটিতে মাছ ধরতে গিয়ে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন জেলেরা। এ খবর ছড়িয়ে পড়লে পুকুরপাড়ে উৎসুক জনতার ভিড় জমে যায়। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। শিশুটির পরিচয় ও মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে স্পষ্ট তথ্য পাওয়া যাবে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আশেপাশের এলাকায় খোঁজ-খবর নিচ্ছি এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। শিশুটির পরিচয় ও এর সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে’।
তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
