গাজীপুরে নিরাপত্তাকর্মীর হাত-পা বাধা মরদেহ উদ্ধার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩:৫১, ১ ডিসেম্বর ২০২৫
মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত
গাজীপুরে বাংলালিংক মোবাইল টাওয়ারের নিরাপত্তাকর্মী আলতাব হোসেনের (৬৫) হাত-পা বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আলতাব নগরীর পূবাইল থানার মেঘডুবি এলাকার মৃত মীর কাজিমুদ্দিন মাস্টারের ছেলে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে মেঘডুবি ডাক্তারবাড়িতে টাওয়ারটির ভেতরের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ছেলে সবুজ জানান. টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা আলতাব হোসেনের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে তিনি টাওয়ারের ভেতর ঢুকে তার বাবার হাত–পা বাধা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হাসান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান’।
এখনও হত্যার কারণ জানা যায়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি । তবে কে বা কারা এ হত্যা ঘটিয়েছে এবং উদ্দেশ্য কী তা উদঘাটনে পুলিশ তদন্ত করছে বলেও জানান ওসি।
