সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৫, ১ ডিসেম্বর ২০২৫
প্রস্তাবিত ও বাস্তবায়নাধীন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’–র স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা।
সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এতে নিউমার্কেট এলাকার মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, নতুন প্রস্তাবিত স্কুলিং মডেলটি শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে এবং শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে বলে তারা মনে করেন। দ্রুত এই সিদ্ধান্ত বাতিল না হলে আরও আন্দোলনের ঘোষণা দেন তারা।
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা নিশ্চিত ও যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
