টানা সাত দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১০:৫৯, ১ ডিসেম্বর ২০২৫
হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা সাত দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। সপ্তাহজুড়ে এ অঞ্চলের তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই উঠানামা করছে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়।
গত কয়েক দিন ধরে সকালে ঝলমলে রোদ দেখা গেলেও শীতের তীব্রতা কমেনি। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বেশি থাকায় শরীরে শীতের অনুভূতি আরও তীব্র হচ্ছে। সন্ধ্যা নামার পর থেকেই হিমেল বাতাসে শীত আরও বেড়ে যাচ্ছে।
জেলাজুড়ে শীতজনিত রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। হাসপাতালের বহির্বিভাগে শিশু ও বৃদ্ধ রোগীর ভিড় সবচেয়ে বেশি। যারা গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন, তাদের ভর্তি করা হচ্ছে হাসপাতালে।
এর আগে, গতকাল শনিবার (৩০ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় দোশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.০ ডিগ্রি সেলসিয়াস, বুধবার (২৬ নভেম্বর) সকাল নয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস।
।হিমালয়ঘেঁষা অবস্থান হওয়ায় প্রতি বছরই দেশের অন্য সব জেলার তুলনায় পঞ্চগড়ে তাপমাত্রা কম থাকে।
আবহাওয়া কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, “টানা সাত দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। সোমবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।”
