এশিয়ার চার দেশে ঘূর্ণিঝড়–বন্যায় ৯ শতাধিক মানুষের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:১৩, ১ ডিসেম্বর ২০২৫
ভয়াবহ ঘূর্ণিঝড়, টানা ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়েছে এশিয়ার চার দেশ—ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। এসব দুর্যোগে এখন পর্যন্ত ৯ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে ধারাবাহিক প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এসব দেশে। দুর্গত এলাকায় বহু মানুষ আহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড় ও ভারী বর্ষণ এবং তার জেরে সৃষ্ট বন্যা-ভূমিধসে গত একসপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে ইন্দোনেশিয়ায় কমপক্ষে ৪৩৫ জন, শ্রীলঙ্কায় কমপক্ষে ৩৩৪ জন, থাইল্যান্ডে কমপক্ষে ১৬২ জন এবং মালয়েশিয়ায় ২ জন প্রাণ হারিয়েছেন। দুর্গত অঞ্চলগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আবহাওয়া বিভাগগুলো জানিয়েছে, কিছু এলাকায় আরও বৃষ্টিপাত হতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
