সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

| ১৭ অগ্রাহায়ণ ১৪৩২

রেহানার প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:২৯, ১ ডিসেম্বর ২০২৫

রেহানার প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। গ্রাফিক্স : সমাজকাল

পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার প্লট বরাদ্দ বাতিল করতে রাজউককে নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি শেখ রেহানাকে ৭ বছর কারাদণ্ডও দিয়েছে। 

প্লট দুর্ণীতির এই মামলায় শেখ হাসিনার পাঁচ বছরের কারাদণ্ড এবং রেহানার মেয়ে মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপের দুই বছরের কারাদণ্ড হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম ওই প্লট দুর্নীতির মামলার রায়ে এ নির্দেশ দেন বলে জানিয়েছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।

২০২২ সালের শেষে রাজউকের পূর্বাচল প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১৩ নম্বর প্লট বরাদ্দ দেওয়া হয় শেখ রেহানাকে। ২০৩ নম্বর সড়কের ওই প্লটটির আয়তন ১০ কাঠা।

এ বরাদ্দের প্রক্রিয়ায় অনিয়মের দায়ে এদিন শেখ রেহানাকে ৭ বছর, শেখ হাসিনাকে ৫ বছর ও রেহানাকন্যা টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া রাজউকের কর্মকর্তাসহ ১৪ আসামিকে দেওয়া হয়েছে ৫ বছর করে কারাদণ্ড।

রায় ঘোষণার আগে কারাগারে থাকা একমাত্র আসামি খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়। সকাল ১০টা ৫৯ মিনিটে তাকে এজলাসে তোলা হয়।

রায় পড়তে বিচারক রবিউল আলম এজলাসে ওঠেন ১১টা ২৯ মিনিটে। উঠেই এ মামলার রায় পড়া শুরু করেন। তিনি বলেন, “রায় আমি বাংলায় দেব—যেহেতু আমি বাঙালি।”

রায়ের পর্যবেক্ষণ দেওয়ার আগে কোরআনের একটি আয়াত তুলে ধরে বিচারক বলেন, “মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, পাপ ও জুলুমের ক্ষেত্রে একে অপরকে সহায়তা করো না। দুর্নীতি বর্তমানে রোগে পরিণত হয়েছে।

“দুর্নীতি সমগ্র সমাজকে গ্রাস করে ফেলেছে। আমাদের—সমাজের দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে, রুখে দাঁড়াতে হবে।”

এরপর আদালত সাজার রায় ঘোষণা করেন।

দণ্ডিত অন্য ১৪ জন হলেন—সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক কাজী ওয়াছি উদ্দিন, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব (প্রশাসন) (এনডিসি) মো. অলিউল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য (উন্নয়ন) অবসরপ্রাপ্ত মেজর প্রকৌশলী সামসুদ্দীন আহমদ চৌধুরী, সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি-৩) মাজহারুল ইসলাম, সদস্য (এস্টেট ও ভূমি) মো. নুরুল ইসলাম ও সাবেক উপপরিচালক নায়েব আলী শরীফ।

দণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘আর.ভি ড. ফ্রিডটজফ নানসেন’ জরিপ; বঙ্গোপসাগরে ৬৫ নতুন প্রজাতির মাছ, বাংলাদেশ অংশেই ৫ প্রজাতি
অবৈধ আহরণে সমুদ্রে কমে যাচ্ছে মাছ: ফরিদা আখতার
খালেদা জিয়ার সুস্থতায় ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
বিএনপির হাতেই দেশের সার্বভৌমত্ব: মির্জা আব্বাস
১৭০ আসনে জেএসডির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ: দেখে নিন প্রার্থী কারা
ছাদে দুই কিশোর, বন্ধ মেট্রোরেল চলাচল
সরকারি প্লট বরাদ্দ দুর্নীতি মামলা : শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় সোমবার
হত্যাকাণ্ডে শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিলো: তদন্ত কমিশন
নারায়ণগঞ্জে বাউলদের সমাবেশ মঞ্চের ফেস্টুন ছিঁড়ল যুবক, আটক
তারেক রহমান ঢাকায় না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা ঠিক না: পররাষ্ট্র উপদেষ্টা
সীমান্ত হত্যার সমাধান আপাতত দেখছি না: পররাষ্ট্র উপদেষ্টা
বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের
বিজয়ের মাসজুড়ে শিল্পকলায় যাত্রাপালা প্রদর্শনী, ৩১ টি দল থাকবে
কামালকে প্রত্যর্পণের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই: উপদেষ্টা
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত,
সচিবালয়ের আগুন নিভেছে
ফিরতে চাইলে তারেক রহমানকে ওয়ান-টাইম পাস দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়
খুলনায় আদালত চত্বরে গুলিতে নিহত ২
১ ডিসেম্বর থেকে রাত্রে থাকা যাবে সেন্টমার্টিনে
খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাশিয়ার শুভেচ্ছা–বার্তা