শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজ
চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় ঘোষণার সম্ভাবনা বৃহস্পতিবার। পলাতক দুই আসামি আদালতে অনুপস্থিত থাকলেও রাজসাক্ষী হিসেবে হাজির হন মামুন। মামলায় পাঁচটি মানবতাবিরোধী অভিযোগে সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন, আর যুক্তিতর্ক শেষ হয়েছে অক্টোবরেই। নিরাপত্তা জোরদারের মধ্যেই বৃহস্পতিবার ঘোষিত হতে পারে বহুল আলোচিত এই ঐতিহাসিক মামলার রায়।