রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ১ অগ্রাহায়ণ ১৪৩২

শেখ হাসিনার সাক্ষাৎকার বন্ধে ভারতের প্রতি বাংলাদেশের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৪৬, ১২ নভেম্বর ২০২৫

শেখ হাসিনার সাক্ষাৎকার বন্ধে ভারতের প্রতি বাংলাদেশের অনুরোধ

পররাষ্ট্র মন্ত্রণালয়। গ্রাফিক্স : সমাজকাল

দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়াটা দুই দেশের সম্পর্কের জন্য মোটেই সহায়ক নয়—এমন মন্তব্য করেছে বাংলাদেশ। এ বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলার সুযোগ বন্ধ করতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১২ নভেম্বর) সকালে ঢাকায় ভারতীয় উপহাইকমিশনার পবন ভাদেকে তলব করে এ বিষয়ে প্রতিবাদ জানায় বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক সাক্ষাতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, নয়াদিল্লিতে পলাতক অবস্থায় থাকা শেখ হাসিনাকে ভারতের মূলধারার সংবাদমাধ্যমে একাধিকবার বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এসব বক্তব্যে তিনি বাংলাদেশবিরোধী উসকানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন বলে অভিযোগ করেছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের আদালতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত একজন পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাঁকে গণমাধ্যমের মাধ্যমে রাজনৈতিক প্রচার চালানোর সুযোগ দেওয়া—দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনার পরিপন্থী।

বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় কূটনীতিককে বলা হয়েছে, শেখ হাসিনার বক্তব্য প্রচারের সুযোগ অবিলম্বে বন্ধের বিষয়টি নয়াদিল্লিকে জানাতে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড যাতে পুনরায় না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে।

কূটনৈতিক মহলের মতে, সাম্প্রতিক সময়ে ভারতীয় সংবাদমাধ্যমে শেখ হাসিনার একাধিক সাক্ষাৎকার প্রচার বাংলাদেশের ভেতরে এবং আন্তর্জাতিক মহলেও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এই প্রেক্ষাপটে ঢাকা আনুষ্ঠানিকভাবে বিষয়টি দিল্লির নজরে আনায় দুই দেশের সম্পর্ক নতুন এক পরীক্ষার মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল
আসিফ আকবরের ‘ফুটবল বিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
বিশ্বমঞ্চের লাইমলাইট চুরি করেছেন ঐশ্বরিয়া রাই একাই…
তারেক রহমান ক্ষমতায় এলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে
সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করল র‌্যাব-৭
আমরা ইউনূসের সনদ রিজেক্ট করেছি। আমরা জনতার সনদ তৈরি করব : সেলিম
রাজধানীতে নাশকতার প্রস্তুতি, নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি’ — নাসীরুদ্দীন পাটওয়ারী
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ৪ সপ্তাহ
জেনেভা ক্যাম্পে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল পাকিস্তান
শয্যাশায়ী ধর্মেন্দ্রর ভিডিও ফাঁস তীব্র ক্ষোভে অমিতাভ–জয়া বচ্চন
হাসিনার রায় ঘোষণায় বিশৃঙ্খলা হলে দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর—আমির খসরু
রঙ্গনার ফুটেজ ফাঁস: ক্ষুব্ধ শাবনূর
‘তিন উপদেষ্টা সঠিক নির্বাচন বাধাগ্রস্ত করছেন’—অপসারণের দাবিতে ডা. তাহের
ক্যালিফোর্নিয়ার নতুন ভোটিং মানচিত্রে ‘ডেমোক্র্যাট সুবিধা’ মামলা করল ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট
একাধিক শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে ঢাবি শিক্ষক এরশাদ হালিম আদালতে চালান
সুদান সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ বাড়ছে, আল-ফাশির ঘটনায় তদন্তের দাবি তীব্র