৯ জেলায় নতুন ডিসি নিয়োগ, ৮ জেলার প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:৫৫, ১৩ নভেম্বর ২০২৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গ্রাফিক্স : সমাজকাল
দেশের প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা ও নারায়ণগঞ্জ—এই ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
একইসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, নেত্রকোনা ও কুমিল্লার বর্তমান ডিসিদের প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন নিয়োগ ও প্রত্যাহার–সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। প্রশাসনে চলমান রদবদলকে সরকার চলমান কর্মকৌশলের অংশ হিসেবে উল্লেখ করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
