বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮:৫৭, ১৪ নভেম্বর ২০২৫
বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল পাকিস্তান। ছবি: সংগৃহীত
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুক্রবার বিশ্বকাপ হকি বাছাইয়ের ম্যাচে পাকিস্তানের কাছে অপমানজনক পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ। পুরো ৬০ মিনিটের লড়াইয়ে এক মুহূর্তও ম্যাচে ফিরতে পারেনি লাল-সবুজেরা। শেষ পর্যন্ত পাকিস্তান ৮–০ গোলে বিধ্বস্ত করে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ বাছাইয়ের টিকিট নিশ্চিত করে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পাকিস্তান। ষষ্ঠ মিনিটেই প্রথম পেনাল্টি কর্নার পেয়ে তা থেকে দলকে এগিয়ে নেন সুফিয়ান খান। প্রথম কোয়ার্টারে আর গোল না পেলেও দ্বিতীয় কোয়ার্টারেই খেলার ছন্দ পুরোপুরি নিজেদের করে নেয় অতিথিরা। ১৯ মিনিটে আবারও পেনাল্টি কর্নার, আবারও গোল সুফিয়ানের।
৩০ মিনিটে রানা ওয়াহিদ আশরাফ বাড়ান ব্যবধান। একই মিনিটে আরেকটি পেনাল্টি কর্নার থেকে জাল কাঁপান রানা ওয়ালিদ। বাংলাদেশের ডিফেন্স ও মার্কিং ততক্ষণে পুরোপুরি ভেঙে পড়ে।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ফিল্ড প্লে থেকে পাকিস্তানের পঞ্চম গোল করেন হান্নান শহীদ। এ সময় কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠার চেষ্টা করলেও বাংলাদেশের খেলোয়াড়রা পেনাল্টি কর্নার পেয়ে তা কাজে লাগাতে ব্যর্থ হন আশরাফুল ইসলাম।
শেষ কোয়ার্টারে পাকিস্তান আরও ধারালো হয়ে ওঠে। ৫৩ মিনিটে আফরাজ ও ৫৭ মিনিটে রানা ওয়াহিদের দুর্দান্ত একক নৈপুণ্যে আরও দুই গোল যোগ হয় স্কোরলাইনে। ৫৯ মিনিটে অধিনায়ক আম্মাদ শাকিল ভাট বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
বাংলাদেশের পুরো ম্যাচে বল দখল, সার্কেল এন্ট্রি, পাসিং—প্রায় সব জায়গাতেই পাকিস্তানের আধিপত্য ছিল স্পষ্ট। হকির বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের টিকে থাকার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে গেল এ বড় ব্যবধানের হারে।
