শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

| ১ অগ্রাহায়ণ ১৪৩২

বাংলাদেশে আসছে না আর্জেন্টিনা নারী দল

কাবাডি বিশ্বকাপে অংশ নেবে ১২ দেশ

স্পোর্টস ডেস্ক 

প্রকাশ: ১৮:১৭, ১৪ নভেম্বর ২০২৫

কাবাডি বিশ্বকাপে অংশ নেবে ১২ দেশ

বিশ্বকাপে অংশ না নেওয়া আর্জেন্টিনার নারী কাবাডি দল।ছবি:সংগৃহিত

প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আয়োজক দেশ হিসেবে দীর্ঘ প্রস্তুতি চলছিল বাংলাদেশের কাবাডি ফেডারেশনের। লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা এই আসরে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে দলটি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছে।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ জানান, আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন (IKF) কর্তৃপক্ষ তাদের জানিয়েছে—আর্জেন্টিনা নারী দল বিশ্বকাপে অংশ নিচ্ছে না। তবে তারা কোনো নির্দিষ্ট কারণ জানায়নি।

আর্জেন্টিনার অনুপস্থিতিতে এবার নারী কাবাডি বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা দাঁড়াল ১২টি। ফেডারেশন সূত্রে জানা গেছে, সফরকারী দলগুলোর মধ্যে ইতোমধ্যে জাঞ্জিবার ঢাকায় এসে পৌঁছেছে। আজ রাতে যুক্ত হবে আরও দুটি দল।

স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ভারত, চাইনিজ তাইপে, জার্মানি, হল্যান্ড, ইরান, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবার।
আগে ঘোষণা ছিল—১৫ নভেম্বর থেকে পর্দা উঠবে নারী কাবাডি বিশ্বকাপের। তবে শুক্রবার (১৪ নভেম্বর) নতুন এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কাবাডি ফেডারেশন জানায়, টুর্নামেন্ট শুরু হবে ১৭ নভেম্বর। প্রস্তুতিমূলক কার্যক্রম বিবেচনায় নিয়ে সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

যদিও পল্টনের কাবাডি স্টেডিয়ামকে মূল ভেন্যু হিসেবে রাখা হয়েছিল, তবে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। নিরাপত্তা, সম্প্রচার সুবিধা এবং দর্শক ধারণক্ষমতা বিবেচনায় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানায় আয়োজকরা।

বাংলাদেশ নারী কাবাডি দল ইতোমধ্যে ক্যাম্পে রয়েছে এবং নিজেদের গ্রুপে ভালো করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। আর্জেন্টিনার না আসা কিছুটা হতাশা তৈরি করলেও আয়োজকরা বলছেন—বিশ্বকাপ আয়োজন নির্বিঘ্নভাবেই সম্পন্ন হবে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল
আসিফ আকবরের ‘ফুটবল বিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
বিশ্বমঞ্চের লাইমলাইট চুরি করেছেন ঐশ্বরিয়া রাই একাই…
তারেক রহমান ক্ষমতায় এলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে
সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করল র‌্যাব-৭
আমরা ইউনূসের সনদ রিজেক্ট করেছি। আমরা জনতার সনদ তৈরি করব : সেলিম
রাজধানীতে নাশকতার প্রস্তুতি, নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি’ — নাসীরুদ্দীন পাটওয়ারী
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ৪ সপ্তাহ
জেনেভা ক্যাম্পে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল পাকিস্তান
শয্যাশায়ী ধর্মেন্দ্রর ভিডিও ফাঁস তীব্র ক্ষোভে অমিতাভ–জয়া বচ্চন
হাসিনার রায় ঘোষণায় বিশৃঙ্খলা হলে দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর—আমির খসরু
রঙ্গনার ফুটেজ ফাঁস: ক্ষুব্ধ শাবনূর
‘তিন উপদেষ্টা সঠিক নির্বাচন বাধাগ্রস্ত করছেন’—অপসারণের দাবিতে ডা. তাহের
ক্যালিফোর্নিয়ার নতুন ভোটিং মানচিত্রে ‘ডেমোক্র্যাট সুবিধা’ মামলা করল ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট
একাধিক শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে ঢাবি শিক্ষক এরশাদ হালিম আদালতে চালান
সুদান সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ বাড়ছে, আল-ফাশির ঘটনায় তদন্তের দাবি তীব্র