এমবাপ্পের ঐতিহাসিক ৪০০তম গোল, ইউক্রেনকে ৪-০ উড়িয়ে বিশ্বকাপে ফ্রান্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩:০৭, ১৪ নভেম্বর ২০২৫
কিলিয়ান এমবাপ্পে আবারও প্রমাণ করলেন তিনি ফরাসি ফুটবলের বর্তমান সময়ের সবচেয়ে উজ্জ্বল তারকা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ইউক্রেনকে ৪-০ ব্যবধানে উড়িয়ে শুধু বিশ্বকাপ নিশ্চিতই করেননি, সঙ্গে ছুঁয়ে ফেলেছেন ক্যারিয়ারের ৪০০তম গোলের অবিশ্বাস্য মাইলফলক।
ফ্রান্সের শেষ প্রতিযোগিতামূলক হোম ম্যাচ হলেও প্রথমার্ধে দেশমের দলের ফুটবলে ছিল খানিক বিশৃঙ্খলা। আক্রমণে ধার ছিল না, রক্ষণেও ছিল ছন্দপতন। তবে বিরতির পর বদলে যায় পুরো চিত্র।
৫৫ মিনিটে বারকোলার দুরন্ত দৌড় থামাতে গিয়ে মাইকেল অলিসেকে ফাউল করে বসে ইউক্রেন রক্ষণ। সেখান থেকেই প্যানেনকা স্টাইলে দুর্দান্ত পেনাল্টি গোল করেন এমবাপে। তাতেই শুরু হয় গোলের বন্যা।
৭৬ মিনিটে মাইকেল অলিসের অসাধারণ ফিনিশিংয়ে লিড দ্বিগুণ করে ফ্রান্স। এরপর শেষ ১০ মিনিটে আরও দুটি গোল—একটি এমবাপের, আর শেষটি লিভারপুল ফরোয়ার্ড হুগো একিতিকের পায়ে।
এই জোড়া গোলের মাধ্যমে এমবাপে তার শেষ ছয় আন্তর্জাতিক ম্যাচে সাতটি গোল করে রেখেছেন।
এ ম্যাচে তার ৪০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়া ফুটবলবিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েই আবারও বিশ্বকাপ মঞ্চে ফ্রান্সের সামনে বড় প্রত্যাশার দেয়াল গড়ে দিল।
গ্রুপ ডি–তে তৃতীয় স্থানে থাকা ইউক্রেন ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্মক কৌশলে মাঠে নামে। কিন্তু ফরাসি আক্রমণভাগের সামনে তা টেকেনি। পুরো ম্যাচে তারা মাত্র একটি শট নিতে পারে—যা বলে দেয় ম্যাচজুড়ে দু’দলের শক্তির ব্যবধান।
এই জয়ে দিদিয়ের দেশমের শিষ্যরা এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের টিকিট।
