সানিয়া মির্জার ডিভোর্স-পরবর্তী আতঙ্ক
লাইভ শোর অভিজ্ঞতা ও ফারাহ খানের পাশে দাঁড়ানো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬:৫৬, ১৪ নভেম্বর ২০২৫
ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা প্রথমবারের মতো প্রকাশ্যে জানালেন, পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে ডিভোর্স তার জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা। মানসিক চাপ, উদ্বেগ এবং আতঙ্কে তিনি এমন পর্যায়ে চলে গিয়েছিলেন যেখানে লাইভ শোর মাঝেই প্যানিক অ্যাটাকের শিকার হন।
এক টেলিভিশন শোতে সানিয়া বললেন, “আমি কাঁপছিলাম। ডিভোর্সের পর একদিন লাইভ শোতে যাওয়ার আগে আমি প্রায় অচেতন হয়ে পড়ি। পরিচালক আর কোরিওগ্রাফার আমাকে সামলেছিলেন।”
শো-এর হোস্ট ও প্রখ্যাত বলিউড নির্মাতা ফারাহ খানও সেদিনের ঘটনা স্মরণ করে সানিয়ার শক্ত মানসিকতার প্রশংসা করেন। জবাবে সানিয়া বলেন,
“ফারাহ যদি সেদিন এসে আমাকে না বলতেন ‘না, তুমি যাবে এবং করবে’, আমি হয়তো শো ফেলে দিতাম। জীবনের সবচেয়ে খারাপ সময়ে তিনিই আমাকে দাঁড়াতে সাহায্য করেছেন।”
সানিয়া ও শোয়েব মালিকের ১২ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে এ বছরের শুরুতে। পরে মালিক বিয়ে করেন পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে, যেটি তার তৃতীয় বিয়ে বলে নিশ্চিত করা হয়।
ডিভোর্সের পর কিছুদিন নীরব থাকলেও দুই দিন আগে নিজের ইনস্টাগ্রামে সানিয়া শেয়ার করেন একটি মোটিভেশনাল পোস্ট। সেখানে তিনি লেখেন—
“বিয়ে কঠিন। ডিভোর্সও কঠিন। নিজের কঠিনটা নিজেই বেছে নাও… জীবন কখনোই সহজ হবে না, আমরা শুধু কোন কঠিনটা বেছে নেব তা ঠিক করতে পারি।”
তার এই পোস্ট নিয়ে ভারত-পাকিস্তানজুড়ে নতুন আলোচনা শুরু হয়, যা তার মানসিক লড়াই এবং নতুনভাবে পথ চলার সংকল্পকে তুলে ধরে।
