ইসলামাবাদে বোমা হামলার পর
টি-২০ ত্রিদেশীয় সিরিজ রাওয়ালপিন্ডিতে সরিয়ে নিল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬:১৮, ১৫ নভেম্বর ২০২৫
পাকিস্তানে সাম্প্রতিক ইসলামাবাদ বোমা হামলার জেরে নিরাপত্তাজনিত কারণে আসন্ন ত্রিদেশীয় টি-২০ সিরিজের সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজে অংশ নেবে স্বাগতিক পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজকে আগামী বছরের ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে সিরিজের পাঁচটি ম্যাচ লাহোরে আয়োজনের কথা ছিল। তবে ইসলামাবাদের আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হওয়ার পর নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়ন করে নতুন সূচি ঘোষণা করে পিসিবি। পিসিবির বিবৃতি অনুযায়ী, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে হামলার ঘটনার পর শ্রীলঙ্কা দলের কয়েকজন ক্রিকেটার দেশে ফিরে যাওয়ার অনুরোধ জানান। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের কড়া নির্দেশ দেয়—টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়া দেশে ফিরলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফলে সফর চলমান রেখেই মাঠে নামতে হচ্ছে দলটিকে।
রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদ দুই শহরের দূরত্ব মাত্র ২০ কিলোমিটার হওয়ায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে জঙ্গি হামলার পর দীর্ঘদিন পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন স্থগিত ছিল। এরপর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটলে ২০১৯ সালে শ্রীলঙ্কার সফরের মধ্য দিয়ে দেশে আবার টেস্ট ক্রিকেট ফেরে।
এই ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের থাকার কথা থাকলেও পাকতিকা প্রদেশে সামরিক হামলায় তিন ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় গত মাসে তারা অংশগ্রহণ বাতিল করে। তাদের পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয় জিম্বাবুয়েকে।
আসন্ন সিরিজের ম্যাচগুলো শুক্রবার ও রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার পর শুরু হবে। পুরো সিরিজ শেষ হবে ফাইনাল ম্যাচ দিয়ে।
