শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

| ১ অগ্রাহায়ণ ১৪৩২

ইসলামাবাদে বোমা হামলার পর

টি-২০ ত্রিদেশীয় সিরিজ রাওয়ালপিন্ডিতে সরিয়ে নিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬:১৮, ১৫ নভেম্বর ২০২৫

টি-২০ ত্রিদেশীয় সিরিজ রাওয়ালপিন্ডিতে সরিয়ে নিল পাকিস্তান

পাকিস্তানে সাম্প্রতিক ইসলামাবাদ বোমা হামলার জেরে নিরাপত্তাজনিত কারণে আসন্ন ত্রিদেশীয় টি-২০ সিরিজের সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজে অংশ নেবে স্বাগতিক পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজকে আগামী বছরের ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

 

এর আগে সিরিজের পাঁচটি ম্যাচ লাহোরে আয়োজনের কথা ছিল। তবে ইসলামাবাদের আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হওয়ার পর নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়ন করে নতুন সূচি ঘোষণা করে পিসিবি। পিসিবির বিবৃতি অনুযায়ী, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এদিকে হামলার ঘটনার পর শ্রীলঙ্কা দলের কয়েকজন ক্রিকেটার দেশে ফিরে যাওয়ার অনুরোধ জানান। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের কড়া নির্দেশ দেয়—টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়া দেশে ফিরলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফলে সফর চলমান রেখেই মাঠে নামতে হচ্ছে দলটিকে।

 

রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদ দুই শহরের দূরত্ব মাত্র ২০ কিলোমিটার হওয়ায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে জঙ্গি হামলার পর দীর্ঘদিন পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন স্থগিত ছিল। এরপর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটলে ২০১৯ সালে শ্রীলঙ্কার সফরের মধ্য দিয়ে দেশে আবার টেস্ট ক্রিকেট ফেরে।

 

এই ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের থাকার কথা থাকলেও পাকতিকা প্রদেশে সামরিক হামলায় তিন ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় গত মাসে তারা অংশগ্রহণ বাতিল করে। তাদের পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয় জিম্বাবুয়েকে।

 

আসন্ন সিরিজের ম্যাচগুলো শুক্রবার ও রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার পর শুরু হবে। পুরো সিরিজ শেষ হবে ফাইনাল ম্যাচ দিয়ে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল
আসিফ আকবরের ‘ফুটবল বিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
বিশ্বমঞ্চের লাইমলাইট চুরি করেছেন ঐশ্বরিয়া রাই একাই…
তারেক রহমান ক্ষমতায় এলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে
সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করল র‌্যাব-৭
আমরা ইউনূসের সনদ রিজেক্ট করেছি। আমরা জনতার সনদ তৈরি করব : সেলিম
রাজধানীতে নাশকতার প্রস্তুতি, নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি’ — নাসীরুদ্দীন পাটওয়ারী
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ৪ সপ্তাহ
জেনেভা ক্যাম্পে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল পাকিস্তান
শয্যাশায়ী ধর্মেন্দ্রর ভিডিও ফাঁস তীব্র ক্ষোভে অমিতাভ–জয়া বচ্চন
হাসিনার রায় ঘোষণায় বিশৃঙ্খলা হলে দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর—আমির খসরু
রঙ্গনার ফুটেজ ফাঁস: ক্ষুব্ধ শাবনূর
‘তিন উপদেষ্টা সঠিক নির্বাচন বাধাগ্রস্ত করছেন’—অপসারণের দাবিতে ডা. তাহের
ক্যালিফোর্নিয়ার নতুন ভোটিং মানচিত্রে ‘ডেমোক্র্যাট সুবিধা’ মামলা করল ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট
একাধিক শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে ঢাবি শিক্ষক এরশাদ হালিম আদালতে চালান
সুদান সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ বাড়ছে, আল-ফাশির ঘটনায় তদন্তের দাবি তীব্র