৮০৭ দিন পর বাবর আজমের সেঞ্চুরি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২:১৮, ১৫ নভেম্বর ২০২৫
সেঞ্চুরির পর বাবর আজম, ছবি : ইন্ডিয়া টু ডে
৮০৭ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পাননি বাবর আজম। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন অবশেষে। শ্রীলঙ্কার বিপক্ষে জমাট ইনিংসে ১১৯ বল খেলে অপরাজিত ১০২ রানে দলকে জিতিয়ে ফেরালেন পুরোনো ছন্দে। ব্যাট হাতে ফের আলো ছড়ানোর দিনে ছুঁয়েছেন একাধিক ব্যক্তিগত অর্জনও।
ওয়ানডে ক্রিকেটে এটি বাবর আজমের ২০তম সেঞ্চুরি। পাকিস্তানের হয়ে এত সেঞ্চুরি আছে শুধু কিংবদন্তি ওপেনার সাঈদ আনোয়ারের। তবে ইনিংসের হিসেবে দুজনের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য—
- সাঈদ আনোয়ার: ২৪৪ ইনিংসে
- বাবর আজম: মাত্র ১৩৬ ইনিংসে
অন্যদিকে পাকিস্তানের ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরি মালিক মোহাম্মদ ইউসুফ (১৫টি, ২৬৭ ইনিংস) এবং চতুর্থ স্থানে ফখর জামান (১১টি, ৯০ ইনিংস)।
২০ সেঞ্চুরিতে পৌঁছাতে বাবর আজম ছাড়িয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার তারকা এবি ডি ভিলিয়ার্সকে। ভিলিয়ার্সের তুলনায় ৩৯ ইনিংস কম খেলেই এই মাইলফলক স্পর্শ করেছেন বাবর।
দ্রুততম ২০ সেঞ্চুরিয়ানের তালিকায় এখন তার অবস্থান তৃতীয়:
- হাশিম আমলা – ১০৮ ইনিংস
- বিরাট কোহলি – ১৩৩ ইনিংস
- বাবর আজম – ১৩৬ ইনিংস
- এবি ডি ভিলিয়ার্স – ১৭৫ ইনিংস
- রোহিত শর্মা – ১৮৩ ইনিংস
বাবরের ব্যাট শ্রীলঙ্কার বিপক্ষে যেন আরো দুর্দান্ত। নতুন সেঞ্চুরির পর এই প্রতিপক্ষের বিপক্ষে তার সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল চার—যা পাকিস্তানিদের মধ্যে ইনজামাম-উল-হক ও মোহাম্মদ হাফিজের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ।
শীর্ষে আছেন কেবল সাঈদ আনোয়ার, যিনি সাতটি সেঞ্চুরি করেছেন লঙ্কানদের বিপক্ষে।
এই সেঞ্চুরির দিনে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন বাবর। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৩ ইনিংসে তার মোট রান হলো ৬৬৬—যা ইমরান খানের ৬৩৬ রানের পুরোনো রেকর্ডকে ছাড়িয়ে নতুন উচ্চতা তৈরি করেছে।
