পাকিস্তানের গোলবন্যায় হারল বাংলাদেশ
বিশ্বকাপ বাছাই সিরিজে ১-০ এগিয়ে প্রতিপক্ষ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮:৪৫, ১৩ নভেম্বর ২০২৫
পাকিস্তান ৮–২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। ছবি: ইনস্টাগ্রাম
বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে গোলবন্যায় ভাসলো বাংলাদেশ হকি দল। বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান ৮–২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। ফলে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল সাবেক বিশ্ব ও অলিম্পিক চ্যাম্পিয়নরা।
ম্যাচের চতুর্থ মিনিটেই পেনাল্টি স্ট্রোক পায় পাকিস্তান। বাংলাদেশের রোমান সরকারের মাথায় বল লাগায় তাকে দ্রুত হাসপাতালে নিতে হয়। সেই সুযোগ থেকেই পাকিস্তানের অধিনায়ক আহমেদ বাট প্রথম গোলটি করে দলকে এগিয়ে নেন।
তবে প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তে হোজাইফার দুর্দান্ত গোল ম্যাচে সমতা ফেরায় (১-১)। এই সময় মনে হচ্ছিল শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ লড়াই করে হার মানবে। কিন্তু দ্বিতীয় কোয়ার্টার থেকেই বদলে যায় দৃশ্যপট।
দ্বিতীয় কোয়ার্টারে টানা তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় পাকিস্তান। মাঠের পারফরম্যান্সে তাদের একচেটিয়া আধিপত্য স্পষ্ট হয়ে ওঠে, আর বাংলাদেশের রক্ষণভাগ তখন ব্যস্ত সময় পার করতে থাকে।
তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোল যোগ করে পাকিস্তান। চতুর্থ কোয়ার্টারে আসে অষ্টম গোল। এর কিছুক্ষণ পরই ৫৯ মিনিটে আমিরুল একটি গোল করে বাংলাদেশের ব্যবধান কিছুটা কমান। তবে শেষ পর্যন্ত ৮–২ গোলের বিশাল হারে মাঠ ছাড়ে লাল-সবুজেরা।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান। আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় সিরিজের দ্বিতীয় ম্যাচে আবার মুখোমুখি হবে দুই দল।
২০২২ সালের জাকার্তা এশিয়ান গেমসেও বাংলাদেশকে ৮ গোল দিয়েছিল পাকিস্তান। তিন বছর পর আবার সেই গোলবন্যায় ভাসালো সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
