রোহিঙ্গা প্রত্যাবাসনে একমাত্র বিএনপি কাজ করছে—শাহজাহান চৌধুরী
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ২৩:৫৪, ১৫ নভেম্বর ২০২৫
কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন—“বিএনপি ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য কেউ আন্তরিকভাবে চেষ্টা করে না। অনেকে রোহিঙ্গাদের পুঁজি করে ডলার আনে, আবার কেউ নোবেল পাওয়ার স্বপ্নে রাজনীতি করে।”
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত ‘নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন—“রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। একমাত্র তারেক রহমান ছাড়া আর কেউ মর্যাদার সঙ্গে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে পারবেন না। বিএনপি সরকার গঠন করলে প্রত্যাবাসন কার্যক্রম নতুনভাবে এগিয়ে নেওয়া হবে।”

বক্তৃতায় সাবেক এমপি শাহজাহান চৌধুরী উখিয়ার তরুণদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন। তিনি জানান—উখিয়ায় একটি টেকনিক্যাল কলেজ স্থাপন করা হবে, যাতে স্থানীয় যুবসমাজ দক্ষ হয়ে স্বনির্ভর হতে পারে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের টিম প্রধান এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সেলিনা সুলতানা নীশিতা।
তিনি তারেক রহমান ঘোষিত **৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের পূর্ণ উদ্যমে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন—“৩১ দফার মধ্য দিয়েই জাতি উন্নতির পথে এগোবে। আগামী নির্বাচনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন—এম এ মোকতার, দলিলুর রহমান শাহিন, রফিকুল হুদা, আলমগীর হান্নান, মনিরুল ইসলাম চৌধুরী এবং ওলামা দলের সদস্য সচিব শাহ আলম।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন—উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী এবং ফয়সাল সিকদার টিটু।
