রিউমার স্ক্যানার বাংলাদেশ
দিল্লিতে নেতাকর্মীদের সঙ্গে হাসিনার বৈঠকের ভিডিওটি পুরনো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৪, ৮ নভেম্বর ২০২৫
শেখ হাসিনা। ফাইল ছবি
দিল্লিতে নেতাকর্মীদের সাথে বৈঠক করে শেখ হাসিনার প্রকাশ্যে আসার দাবিতে গণভবনের পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে রিউমার স্ক্যানার বাংলাদেশ। সংস্থাটি বলছে, এটি পুরনো ভিডিও, গতবছরের।
শুক্রবার (৭ নভেম্বর) রিউমার স্ক্যানার বাংলাদেশ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক ফ্যাক্টচেক প্রতিবেদনে এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, “সম্প্রতি, ‘ভারতের নয়াদিল্লিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে এবার প্রকাশ্যে বৈঠক করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।”
সংস্থাটি ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু পোস্টও প্রতিবেদনে তুলে ধরে।
প্রতিবেদনে আরও বলা হয়, “রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্যে আসার দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, গত বছরের জানুয়ারি মাসে বাংলাদেশের গণভবনে নির্বাচনের পর দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সাথে একটি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই মতবিনিময় সভার ভিডিও এটি।”
“এ বিষয়ে অনুসন্ধানে Hossain Ahmed নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত বছরের ৮ জানুয়ারি প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।”
প্রতিবেদনে বলা হয়, “উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, গত বছরের ৮ জানুয়ারি শেখ হাসিনা দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে গণভবনে নির্বাচনোত্তর মতবিনিময় করেন। মতবিনিময়ের শুরুতে প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে সকলের সঙ্গে কুশল বিনিময় করেন। সেই সময়কার ভিডিও।”
“এছাড়া, গত বছরের ৮ জানুয়ারি ইনডিপেনডেন্ট টিভি ও কালবেলায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ৮ জানুয়ারি গণভবনে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সাথে শেখ হাসিনা একটি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছিলেন। অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।”
রিউমার স্ক্যানার বলছে, “সুতরাং, গত বছর গণভবনে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভার ভিডিওকে সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনা প্রকাশ্যে আসার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।”
