রোববার, ০২ নভেম্বর ২০২৫

| ১৭ কার্তিক ১৪৩২

রাষ্ট্রদ্রোহ মামলা

শেখ হাসিনাসহ ২৬১ জনকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:১৩, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:৫০, ১ নভেম্বর ২০২৫

শেখ হাসিনাসহ ২৬১ জনকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জনকে পলাতক দেখিয়ে আদালতের নির্দেশে জাতীয় দৈনিক ডেইলি স্টার ও আমার দেশ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (৩১ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলার প্রধান আসামি শেখ হাসিনাসহ ২৬১ জনকে অনুপস্থিতিতে পলাতক ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়। সেই আদেশ অনুযায়ী শুক্রবার সিআইডি ডেইলি স্টার এবং আমার দেশ-এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিটি প্রকাশের মাধ্যমে আদালতের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলো বলে সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে।

সিআইডি জানিয়েছে, সিআরপিসি ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে করা মামলাটির তদন্তে উঠে আসে, ‘জয় বাংলা ব্রিগেড’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা বৈধ সরকার উৎখাতের উদ্দেশ্যে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল। ডিজিটাল প্রমাণ, অনলাইন সার্ভার ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যের ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে এসব কার্যক্রমের সত্যতা পায় সিআইডি। দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দ্রুত তদন্ত সম্পন্ন করে সিআইডি শেখ হাসিনাসহ ২৮৬ জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

তারা আরও জানায়, গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭ নম্বর আদালতের বিচারক আরিফুল ইসলাম প্রধান আসামিসহ ২৬১ জনকে অনুপস্থিতিতে পলাতক ঘোষণা করেন এবং পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন।

সিআইডির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে মামলাটির পরবর্তী আদালতীয় কার্যক্রম শুরু করার সব প্রস্তুতি শেষ হয়েছে। এখন আদালত আসামিদের বিরুদ্ধে পরবর্তী ধাপের কার্যক্রম গ্রহণ করবে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘দেলুপি’র ট্রেলার: খুলনার প্রত্যন্ত অঞ্চলের জীবন বদলানোর গল্প
বিজ্ঞাপন বিতর্কে ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডা প্রধানমন্ত্রী
বিএনপি-বিজেপির সংঘর্ষে অন্তত ৫০ জন আহত
ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাব, রাজধানীতে মুষলধারে বৃষ্টি, বইছে ঝড়ো-হাওয়া
ভেনেজুয়েলায় সামরিক হামলার কোনো পরিকল্পনা নেই
দীর্ঘ ৯ মাস পর উন্মুক্ত সেন্ট মার্টিন, কিন্তু জাহাজ‌ও গেল না, পর্যটক‌ও নেই
ইন্দোনেশিয়ার কালো জাদু এখন ঢাকায়
আজ থেকেই কার্যকর বিটিআরসির নির্দেশনা
দেশে ফেরার অপেক্ষায় ভারতীয় তারকা ব্যাটার
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ