‘বুর্জোয়া’র বিরুদ্ধে ছায়াযুদ্ধ: জনগণের কাছে বিমূর্ত-দুর্বোধ্য
প্রকাশ: ১৭:৪৪, ১ ডিসেম্বর ২০২৫
মাসুদ রানা
বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, ইত্যাদি রাজনৈতিক সত্তা ও শক্তির পক্ষে বা বিপক্ষে বলুন, তারা বুঝবেন। কারণ, এরা মূর্ত, দৃশ্যমান ও বোধগম্য।
কিন্তু বামপন্থিরা-যে বাংলাদেশের জন্মেরও আগে থেকে ‘বুর্জোয়া’ নামক এক শত্রুর বিরুদ্ধে প্রতিনিয়ত বলে আসছে, জনগণ কি সেই শত্রুকে চিনতে পেরেছে? একদম না!
আমি শহরে ও গ্রামে গিয়ে মানুষকে জিজ্ঞেস করে দেখেছি যে, তারা ‘বুর্জোয়া’ কথার অর্থই বুঝেন না। আমি এমনকি বামপন্থি রাজনৈতিক ‘কর্মীদের’ জিজ্ঞেস করেছি, ‘বুর্জোয়া অর্থ কী?’ তাদের ধারণাও খুব স্বচ্ছ নয়।
প্রস্তাবিত কোনো রাজনৈতিক সংগ্রামে বা যুদ্ধে জনগণের কাছে যখন শত্রু-মিত্রর ধারণা অস্পষ্ট থাকে, সে-সংগ্রামে বা যুদ্ধে জনগণের অংশগ্রহণ ঘটে না। আর, জনগণের অংশগ্রহণ ছাড়া বিজয় তো দূর-কি-বাত, এমনকি সংগ্রাম বা যুদ্ধটিও পর্যন্ত করা যায় না।
লেখক: কলামিস্ট, লন্ডন, ইংল্যান্ড
* মতামত লেখকের নিজস্ব
