কারা তারেক রহমানের অদৃশ্য নিয়ন্ত্রক?
প্রকাশ: ১৭:২৩, ১ ডিসেম্বর ২০২৫
ইমতিয়াজ মাহমুদ
বিএনপির বন্ধুরা, আপনারা কি আপনাদের মূল নেতা পরিবর্তন করবেন না? এখন তো বিএনপির মূল নেতা তারেক রহমান। তিনি নিজেই বলছেন যে, বাংলাদেশে আসতে চান, কিন্তু ‘অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত।’
এর মানে হচ্ছে যে, তিনি নিজে এবং তার গতিবিধি অন্য কারো নিয়ন্ত্রণে পরিচালিত এবং এইটা যে কারা কীভাবে নিয়ন্ত্রণ করছেন, সেটা বলার মতো অধিকারও তার নাই। যে ব্যক্তির গতিবিধি গোপন কেউ নিয়ন্ত্রণ করে, তাকে একটি রাজনৈতিক দলের নেতা মানা যায়? যার আনুগত্য দেশের প্রতি না বা তার মায়ের প্রতিও না, তাকে তো আমি ১০ টাকা দিয়েও বিশ্বাস করব না ভাই।
এটা তো খুব জটিল কোন প্রশ্ন নয় ভাই। যে লোকটা নিজের ইচ্ছায় দেশে আসতে পারে না, যার নিজের সিদ্ধান্ত গ্রহণ এবং সিদ্ধান্ত বাস্তবায়ন ‘অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়’ তিনি কী করে নেতা থাকেন! ধরেন, বিএনপি ইলেকশনে জিতে গেল, তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন, তাহলে? গোটা রাষ্ট্রের বিষয়ে তিনি সিদ্ধান্ত নিবেন অদৃশ্য রহস্যময় কিছু ব্যক্তি বা সংস্থা বা ওই রকম কিছুর নির্দেশে?
এটা কী? তিনি কার হয়ে কাজ করেন? কে তার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে? কারা তার এসব অদৃশ্য নিয়ন্ত্রক বা প্রভু? ঝেড়ে কাশুন ভাই। আমাদের এসব কথা যদি ভুল হয়, সেটাই না হয় ধরিয়ে দেন।
লেখক: আইনজীবী
* মতামত লেখকের নিজস্ব
