সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

| ১৭ অগ্রাহায়ণ ১৪৩২

কক্সবাজারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৮:০৮, ১ ডিসেম্বর ২০২৫

কক্সবাজারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি।

কক্সবাজারের ঝিমি’স মেকওভার এন্ড বিউটি সেলুন থেকে বিউটি পার্লারটির মালিক নাদিয়া ইসলাম ঝিমির (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামী দ্বিতীয় বিয়ে করায় অভিমানে ওই তরুণী আত্মহত্যা করেছেন বলে ধারণা পরিবার ও পুলিশের।

মৃত নাদিয়া শহরের বাহারছড়া এলাকার জাফর আলমের মেয়ে। তিনি বৌদ্ধ মন্দির সড়কের বার্মিজ মার্কেট এলাকায় মেকওভারসহ দুটি বিউটি পার্লার চালাতেন।

সোমবার (১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শহরের ওই বিউটি পার্লারের দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

একাধিক সূত্র জানায়, নাদিয়ার স্বামী মোহাম্মদ ইয়াসিনের বাড়ি শহরের টেকপাড়া এলাকার কামাল ম্যানশনে। বছরখানেক আগে স্বামী গোপনে দ্বিতীয় বিয়ে করার খবর জেনে অভিমানে বাবার বাড়ি চলে আসেন তিনি।

নাদিয়ার বাবা জাফর আলম বলেন, রোববার (৩০ নভেম্বর) বিকেল তিনটার দিকে নিজের প্রতিষ্ঠানে কাজের কথা জানিয়ে বাড়ি থেকে বের হন নাদিয়া। রাত ১১টার দিকে বাসার লোকজনের সাথে মোবাইল ফোনে কথা হয়েছিল। ওই সময় কাজ থাকায় সেখানেই অবস্থান করছিলেন বলে জানান নাদিয়া। মাঝে মধ্যে কাজের চাপ থাকলে রাতে বাড়িতে ফিরতেন না তাদের মেয়ে। সেদিনও পরিবারের সদস্যদের ধারণা ছিল, কাজ থাকায় নাদিয়া সকালে আসবেন।

জাফর আলম জানান, কিন্তু সোমবার সকালেও নাদিয়া বাড়িতে না ফেরায় বাবা-মাসহ পরিবারের সদস্যরা একাধিক মোবাইল ফোনে কল দিয়ে কথা বলার চেষ্টা চালান। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় খোঁজ নিতে মেয়ের ব্যবসা প্রতিষ্ঠানে যান। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় নানাভাবে ডাকাডাকিও করেন। এতেও মেয়ের সাড়া-শব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে উঁকি দেন। এ সময় নাদিয়াকে সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে জানান তারা।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান জানান, পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণার কথা জানিয়ে তিনি জানান, ময়না তদন্ত শেষে বিকেলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর কারণসহ রহস্য উদঘাটন সম্ভব হবে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

চকবাজার ও মোহাম্মদপুরের ভবনে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
নির্বাচন পেছাতে দেওয়া হবে না: পীর সাহেব চরমোনাই
একটি দল প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছে: জামায়াত আমির
লিবিয়ায় বন্দী ১৭৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো সরকার
মোহাম্মদপুরে ৬ তলা ভবনে আগুন
ডেঙ্গুতে নভেম্বরে বছরের সর্বোচ্চ মৃত্যু ১০৪
চকবাজারের আবাসিক ভবনে আগুন
হেলথ অ্যান্ড হোপে ডে–কেয়ার সেন্টার শুরু
তৃতীয় দিনের মতো শহীদ মিনারে স্বাস্থ্য সহকারীরা: বন্ধ টিকাদন কর্মসূচি
আচরণবিধি লঙ্ঘনে ‘তাৎক্ষণিক প্রার্থিতা বাতিলের’ হুঁশিয়ারি ইসির
ডা. জাহিদের বক্তব্য ছাড়া খালেদা জিয়ার চিকিৎসার তথ্য প্রকাশ না করার আহ্বান বিএনপির
খালেদা জিয়ার অবস্থা্ ‘খুব ক্রিটিক্যাল’, জানালেন বিএনপি নেতা আজম খান
একনেক বৈঠকে ১৬ হাজার ৩২ কোটি টাকার ১৮ প্রকল্প অনুমোদন
পূর্বাচল প্লট বরাদ্দ জালিয়াতি মামলা; কেন আইনজীবী পাননি হাসিনা-রেহানা-টিউলিপ?
এবার বিএনপিতে রেজা কিবরিয়া: ৭ বছরে ৩ বার দল বদল
ভেন্টিলেশন সাপোর্টে খালেদা জিয়া
রেহানার প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ
শেখ হাসিনার পাঁচ, শেখ রেহানার সাত, টিউলিপের দুই বছরের কারাদণ্ড
‘আর.ভি ড. ফ্রিডটজফ নানসেন’ জরিপ; বঙ্গোপসাগরে ৬৫ নতুন প্রজাতির মাছ, বাংলাদেশ অংশেই ৫ প্রজাতি
অবৈধ আহরণে সমুদ্রে কমে যাচ্ছে মাছ: ফরিদা আখতার