নির্বাচন পেছাতে দেওয়া হবে না: রেজাউল করীম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:১১, ১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৯:৫২, ১ ডিসেম্বর ২০২৫
নির্বাচন পেছাতে দেওয়া হবে না: পীর সাহেব চরমোনাই। ছবি: ইসলামী আন্দোলন
নির্বাচন পেছাতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
তিনি বলেছেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। পায়ের তলার মাটি সরে যাওয়ার কারণে কেউ কেউ নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে বার্তা পাচ্ছি। এটা হতে দেয়া হবে না।
সোমবার (১ ডিসেম্বর) খুলনার বাবরী চত্তরে আট দলের খুলনা বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন। ৫ দফা দাবিতে আন্দোলনরত আট দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, একাত্তরে দেশ স্বাধীন হয়েছিলো তিনটি মৌলিক শ্লোগানকে সামনে রেখে। বিগত ৫৪ বছরের কোন সরকারই এর কিঞ্চিত পরিমান বাস্তবায়ন করতে পারে নাই। ২৪ অনেক মানুষ জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। ২৪ এর প্রত্যাশাকে ব্যর্থ হতে দেয়া যাবে না।
পীর সাহেব চরমোনাই জাতির প্রতি আহবান রেখে বলেন, কোন চাঁদাবাদের সহযোগী হবেন না। কোন টাকা পাচারকারী, সন্ত্রাসীর সহযোগী হবেন না।
বিভাগীয় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ সরওয়ার কামাল আজিজি, খেলাফত আন্দোলনের ইউসুফ সাদেক হক্কানী, জাগপার রাশেদ প্রধান এবং বিডিপির আনোয়ারুল হক চাঁন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ প্রমূখ।
