সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

| ১৭ অগ্রাহায়ণ ১৪৩২

এখনকার সংস্কার নির্বাচিত সরকারের হজম করা কঠিন: ওয়াহিদউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:০৬, ১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২০:৪২, ১ ডিসেম্বর ২০২৫

এখনকার সংস্কার নির্বাচিত সরকারের হজম করা কঠিন: ওয়াহিদউদ্দিন

এখনকার সংস্কার নির্বাচিত সরকারের হজম করা কঠিন: ওয়াহিদউদ্দিন। ছবি: সংগৃহীত

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, অন্তর্বর্তী সরকার সাম্প্রতিক সময়ে যে সব বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করেছে, সেগুলোর অনেকগুলোই এতটাই উচ্চাভিলাষী যে পরবর্তী নির্বাচিত সরকারের পক্ষে সেগুলো হজম করা বা বহাল রাখা কঠিন হতে পারে।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভা–পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

ড. ওয়াহিদউদ্দিন বলেন, “অন্তর্বর্তী সরকার অনেকগুলো সংস্কার অধ্যাদেশের মাধ্যমে করেছে, যেগুলোর ইমপ্লিকেশন পুরোটা বুঝতে সময় লাগবে। অনেকদিন ধরে সংস্কার কমিটিতে থাকা প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়ন হওয়ায় এগুলো নির্বাচিত সরকারের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে আশা করি, পুরোটা না হলেও এসব সংস্কারের মূল নির্যাসটি নতুন সরকার গ্রহণ করবে।”

পরিকল্পনা উপদেষ্টা বলেন, বিচার বিভাগ পৃথকীকরণের সাম্প্রতিক অধ্যাদেশ নতুন সরকারের জন্য ‘অস্বস্তিকর হতে পারে’। এখন ম্যাজিস্ট্রেটদের জামিন, রিমান্ড বা দণ্ড দেওয়ার সিদ্ধান্ত আর আইন মন্ত্রণালয়ের হাতে নেই—যা আগের কাঠামো থেকে বড় পরিবর্তন।

তিনি বলেন, “বিচার বিভাগের স্বাধীনতা কতটুকু দেওয়া হয়েছে তা গভীরভাবে দেখলে বোঝা যাবে যে নতুন সরকার অবশ্যই এটি পুনর্বিবেচনা করবে।”

সাম্প্রতিক ধর্মঘট ও দাবিদাওয়ার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “নির্বাচনের আগে সবাই যেন শেষ সুযোগ মনে করে দাবি তুলছে। দুদিনের আলটিমেটাম দিচ্ছে। এটি খুবই অদ্ভূত।”

তিনি প্রশ্ন রাখেন, “আমরা কি খুব অস্থির হয়ে গেছি? এখনই না পেলে আর কখনো পাবো না—এমন ধারণা কেন?”

তিনি বলেন, স্থিতিশীল পরিবেশ ছাড়া দেশ এগোতে পারে না। ছাত্ররা পড়বে, গবেষকরা গবেষণা করবে, পরিকল্পনাবিদরা পরিকল্পনা করবেন—এমন পরিবেশই দেশের জন্য জরুরি।”

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ইসি চাইলে ভোটার হতে পারবেন তারেক রহমান
জোটে দলীয় প্রতীকে নির্বাচন কেন অবৈধ নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল
অধ্যাদেশ জারির একদিনের মধ্যে সচিব পেল সুপ্রিম কোর্ট সচিবালয়
আগামীকাল এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা
এখনকার সংস্কার নির্বাচিত সরকারের হজম করা কঠিন: ওয়াহিদউদ্দিন
‘মেড ইন বাংলাদেশ’ এখন মর্যাদার প্রতীক: পরিবেশ উপদেষ্টা
চকবাজার ও মোহাম্মদপুরের ভবনে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
নির্বাচন পেছাতে দেওয়া হবে না: পীর সাহেব চরমোনাই
একটি দল প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছে: জামায়াত আমির
লিবিয়ায় বন্দী ১৭৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো সরকার
মোহাম্মদপুরে ৬ তলা ভবনে আগুন
ডেঙ্গুতে নভেম্বরে বছরের সর্বোচ্চ মৃত্যু ১০৪
চকবাজারের আবাসিক ভবনে আগুন
হেলথ অ্যান্ড হোপে ডে–কেয়ার সেন্টার শুরু
তৃতীয় দিনের মতো শহীদ মিনারে স্বাস্থ্য সহকারীরা: বন্ধ টিকাদন কর্মসূচি
আচরণবিধি লঙ্ঘনে ‘তাৎক্ষণিক প্রার্থিতা বাতিলের’ হুঁশিয়ারি ইসির
ডা. জাহিদের বক্তব্য ছাড়া খালেদা জিয়ার চিকিৎসার তথ্য প্রকাশ না করার আহ্বান বিএনপির
খালেদা জিয়ার অবস্থা্ ‘খুব ক্রিটিক্যাল’, জানালেন বিএনপি নেতা আজম খান
একনেক বৈঠকে ১৬ হাজার ৩২ কোটি টাকার ১৮ প্রকল্প অনুমোদন
পূর্বাচল প্লট বরাদ্দ জালিয়াতি মামলা; কেন আইনজীবী পাননি হাসিনা-রেহানা-টিউলিপ?