শাহজালাল বিমানবন্দরে চার নারীর শরীরে লুকানো ১০২ স্মার্টফোন উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:১৪, ১ ডিসেম্বর ২০২৫
শাহজালাল বিমানবন্দরে চার নারীর শরীরে লুকানো ১০২ স্মার্টফোন উদ্ধার। ছবি: সংগৃহীত
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার নারী যাত্রীর শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে আনা ১০২টি স্মার্টফোন উদ্ধার করেছে কাস্টমস ও বিমানবাহিনীর সদস্যরা। উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে ৯০টি আইফোন এবং ১২টি গুগল পিক্সেল রয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের বিজি-১৪৮ ফ্লাইটে এই চার যাত্রী ঢাকায় পৌঁছায়। আগে থেকেই গোয়েন্দা নজরদারিতে থাকা ফ্লাইটটি থেকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় চার নারী— সামিয়া সুলতানা, শামিমা আক্তার, জয়নব বেগম ও নুসরাতকে থামিয়ে তল্লাশি করা হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) কাওছার মাহমুদ জানান, নারীদের শরীরে বিশেষ পদ্ধতিতে লুকানো অবস্থায় পাওয়া যায় ৩৫টি আইফোন ১৭ প্রো ম্যাক্স, ৫৫টি আইফোন ১৫, এবং ১২টি গুগল পিক্সেল—মোট ১০২টি স্মার্টফোন।
ফোনগুলোর বিষয়ে সন্তোষজনক তথ্য দিতে না পারায় কাস্টমস ৯৮টি ফোন জব্দ করে। উদ্ধার হওয়া ফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা।
বিমানবন্দরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দুবাই ও শারজাহ রুটে মোবাইল ও স্বর্ণ-পাচার প্রায়ই ঘটে। চোরাকারবারিরা নিয়মিত কৌশল পরিবর্তন করে—বিশেষত যেসব ফ্লাইট চট্টগ্রাম হয়ে আসে, সেসব রুটেই বেশি।
কাস্টমস ও অন্যান্য সংস্থা এ বিষয়ে নিয়মিত নজরদারি জোরদার করেছে বলে জানান তিনি।
