স্কুলের সামনে গুলি করে ফেলে রাখা হয় অটোরিকশাচালককে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:৪৩, ১ ডিসেম্বর ২০২৫
প্রতীকী ছবি
রাজধানীর জুরাইন এলাকায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) জুরাইন এলাকায় এ ঘটনা ঘটে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার তদন্ত করছে কদমতলী থানা পুলিশ।
নিহতের নাম পাপ্পু শেখ (২৮)। তিনি শরীয়তপুর সদর উপজেলার অটোরিকশা চালক মন্টু শেখের ছেলে।
পাপ্পুর খালাতো ভাই সম্রাট জানান, পাপ্পু সন্ধ্যায় বাসা থেকে বের হন। এর প্রায় ১০ মিনিট পরই খবর আসে, জুরাইন গ্যাস পাইপ কনকর্ড স্কুলের সামনে গুলিবিদ্ধ অবস্থায় তাকে পাওয়া যায়। তাকে প্রথমে স্থানীয় আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্রাট অভিযোগ করেন, স্থানীয় কানা জব্বারের ছেলে বাপ্পা (৩৫) ও কানচি নামের একজনসহ কয়েকজন সন্ত্রাসী পাপ্পুকে গুলি করে পালিয়েছে। তবে হামলার কারণ এখনও জানা যায়নি।
