এমসি কলেজ অ্যালামনাইয়ের বৃত্তি পেল ৮০ শিক্ষার্থী
সিলেট ব্যুরো
প্রকাশ: ২২:২৭, ১ ডিসেম্বর ২০২৫
সিলেট এমসি অ্যান্ড গভর্নমেন্ট কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক-এর উদ্যোগে আয়োজিত স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬’। ছবি: সমাজকাল
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ প্রাঙ্গণে সোমবার (১ ডিসেম্বর) অনুষ্ঠিত হলো সিলেট এমসি অ্যান্ড গভর্নমেন্ট কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক-এর উদ্যোগে আয়োজিত স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬’। প্রোগ্রামের অংশ হিসেবে কলেজের ৮০ জন মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান। তিনি বলেন, আজকের শিক্ষা শুধু মেধার ওপর নির্ভর করে না—আর্থিক সামর্থ্য, পারিবারিক সহায়তা ও মানসিক অনুপ্রেরণা শিক্ষার্থীর অগ্রযাত্রাকে নির্ধারণ করে। অ্যালামনাইদের এই উদ্যোগ শিক্ষার্থীদের সেই ঘাটতি পূরণে এক উজ্জ্বল উদাহরণ।” তিনি আরও বলেন, ৮০ শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেওয়া মানে শুধু আর্থিক সহায়তা নয়, বরং তাদের আত্মবিশ্বাস, লক্ষ্যসচেতনতা এবং ভবিষ্যৎ পথচলার প্রতি দৃঢ়তা তৈরি করা।
অনুষ্ঠানে সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফরিদ আহমেদ বলেন, “যারা আজ বৃত্তি পেল, তারাই একদিন সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে—এটাই আমাদের বিশ্বাস। এই কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানাই।”
স্কলারশিপ সাব-কমিটির সদস্য কবির চৌধুরী বলেন, এমসি কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। বিদেশে থেকেও মাতৃপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে তাদের আন্তরিকতা সত্যিই অনুকরণীয়।”
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বলেন, এই বৃত্তি আমাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহ দেবে। আর্থিক বাধা দূর হওয়ায় আমরা স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারব।”
স্কলারশিপ প্রোগ্রাম ইউএসএ এর চেয়ারম্যান বেলাল উদ্দিন বলেন, “দীর্ঘদিনের পরিশ্রম ও অ্যালামনাইদের আন্তরিক সহযোগিতার ফলেই আজকের এই বৃত্তি প্রদান সম্ভব হয়েছে। আমরা চাই এমসি কলেজের শিক্ষার্থীরা আর্থিক সংকটে না পড়ে পুরোপুরি তাদের মেধা কাজে লাগাতে পারে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে আরও বড় পরিসরে কাজ করতে চাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর মো. তৌফিক এজদানী চৌধুরী, বাংলা বিভাগের প্রফেসর পান্না বসু, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ফারহানা জামান, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আমিনুল হক এবং গণিত বিভাগের প্রফেসর তপতী চৌধুরী।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রদত্ত এই বৃত্তি এমসি কলেজের শিক্ষার্থীদের একটি উজ্জ্বল ও অন্তর্ভুক্তিমূলক একাডেমিক ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেন সংশ্লিষ্ট সবাই।
