দুর্নীতি করতে ‘চাই না’ ও ‘চাই’র মাঝখানে একটা ফাঁক আছে
দুর্নীতি ‘চাই না’ ও ‘চাই’র মাঝখানে একটা ফাঁক আছে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, আজ এখানে যদি একটা গণভোট করি, আমরা কে কে দুর্নীতি চাই না, তাহলে বলুন; কতভাগ ভোট পড়বে ‘চাই না’র পক্ষে? শতভাগ। শতভাগ যদি ‘চাই না’র পক্ষে ভোট পড়ে, তাহলে দুর্নীতি হয় কীভাবে? তাহলে দেখা যাচ্ছে, আমাদের দুর্নীতি ‘চাই না’ ও ‘চাই’ এর মাঝখানে একটা ফাঁক আছে। ওই ফাঁকটা পূরণ করতেই গণশুনানির এই অনুষ্ঠান।