বিকেএসপির প্রথম থিম সং, ‘এসো স্বদেশের পতাকা উড়াই’
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২২:১৪, ১ ডিসেম্বর ২০২৫
প্রথমবারের মতো নির্মিত হলো থিম সং ‘এসো স্বদেশের পতাকা উড়াই’। ছবি: সংগৃহীত
বাংলাদেশে ক্রীড়া শিক্ষার আতুর ঘর হিসেবে ধরা হয় বিকেএসপি বা বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানকে। এতদিন এই প্রতিষ্ঠান জন্য কোনো ধরনের থিম সং ছিল না। এবারই প্রথমবারের মতো নির্মিত হলো থিম সং ‘এসো স্বদেশের পতাকা উড়াই’।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার ও গায়ক বেলাল খান সুর করেন থিম সংটি। তার সুরকরা গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি নিজে এবং সঙ্গে ছিলেন, কণা, নদী ও সজীব দাস। সংগীত আয়োজন করেছে সজীব দাস।
বিকেএসপির লক্ষ্য, উদ্দেশ্য, ইতিহাস-ঐতিহ্য, অর্জন, গৌরব ও ক্যাডেটদের উদ্দীপনাকে উজ্জীবিত করতে নির্মিত গানটির কথা লিখেছেন- নীহার আহমেদ এবং বিকেএসপির ক্রীড়া কলেজের শিক্ষকরা।
চন্দন রায় চৌধুরীর পরিচালনায় থিম সং এর ভিডিওচিত্রে মডেল হয়েছেন দেশের শততম টেস্ট খেলোয়াড় ক্রিকেটার মুশফিকুর রহিম, লিটন দাস, ফুটবলার মুরসালিন, মামুনুল হক, ঋতু পর্ণা চাকমা, হকি খেলোয়াড় জিমি স্যুটার, দেশের দ্রুততম মানবী শিরিন, আসিফ’সহ বিকেএসপির সাবেক ও বর্তমান খেলোয়াড়রা।
বিকেএসপির অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে গানটি। থিম সং প্রসঙ্গে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম বলেন, ‘বিকেএসপি দেশের একমাত্র ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে খেলাধুলা ও পড়ালেখার মেলবন্ধনে চমৎকার এক সমন্বিত কার্যক্রম পরিচালনা করছে। জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এখানকার খেলোয়াড়রা জাতির জন্য অনন্য সব গৌরব বয়ে এনেছে এবং আনছে।’
তিনি আরও বলেন, ‘বিকেএসপির প্রতিষ্ঠার ৩৯ বছরেও অফিসিয়ালি কোনো থিম সং ছিল না। এই থিম সংটিতে বিকেএসপির ইতিহাস, গৌরব, বিশ্বক্রীড়ামঞ্চে জাতীয় পতাকা উড়ানোর স্বপ্ন, প্রত্যয় এবং বহুমুখী কার্যক্রম তুলে ধরা হয়েছে। দেশের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম স্বপ্নচারী হয়ে উঠবে এই থিম সংয়ের মাধ্যমে। আমার বিশ্বাস, এই থিম সং বিকেএসপির প্রতিটি ক্যাডেটকে আরও দৃঢ়প্রত্যয়ী এবং দেশপ্রেমে উজ্জীবিত করবে, একদিন তারাই স্বদেশের পতাকা উড়াবে অলিম্পিকসহ বিশ্ব ক্রীড়াঙ্গনে।’
