সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

| ১৭ অগ্রাহায়ণ ১৪৩২

বিকেএসপির প্রথম থিম সং, ‘এসো স্বদেশের পতাকা উড়াই’

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২২:১৪, ১ ডিসেম্বর ২০২৫

বিকেএসপির প্রথম থিম সং, ‘এসো স্বদেশের পতাকা উড়াই’

প্রথমবারের মতো নির্মিত হলো থিম সং ‘এসো স্বদেশের পতাকা উড়াই’। ছবি: সংগৃহীত

বাংলাদেশে ক্রীড়া শিক্ষার আতুর ঘর হিসেবে ধরা হয় বিকেএসপি বা বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানকে। এতদিন এই প্রতিষ্ঠান জন্য কোনো ধরনের থিম সং ছিল না। এবারই প্রথমবারের মতো নির্মিত হলো থিম সং ‘এসো স্বদেশের পতাকা উড়াই’।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার ও গায়ক বেলাল খান সুর করেন থিম সংটি। তার সুরকরা গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি নিজে এবং সঙ্গে ছিলেন, কণা, নদী ও সজীব দাস। সংগীত আয়োজন করেছে সজীব দাস। 

বিকেএসপির লক্ষ্য, উদ্দেশ্য, ইতিহাস-ঐতিহ্য, অর্জন, গৌরব ও ক্যাডেটদের উদ্দীপনাকে উজ্জীবিত করতে নির্মিত গানটির কথা লিখেছেন- নীহার আহমেদ এবং বিকেএসপির ক্রীড়া কলেজের শিক্ষকরা।

চন্দন রায় চৌধুরীর পরিচালনায় থিম সং এর ভিডিওচিত্রে মডেল হয়েছেন দেশের শততম টেস্ট খেলোয়াড় ক্রিকেটার মুশফিকুর রহিম, লিটন দাস, ফুটবলার মুরসালিন, মামুনুল হক, ঋতু পর্ণা চাকমা, হকি খেলোয়াড় জিমি স্যুটার, দেশের দ্রুততম মানবী শিরিন, আসিফ’সহ বিকেএসপির সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। 

বিকেএসপির অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে গানটি। থিম সং প্রসঙ্গে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম বলেন, ‘বিকেএসপি দেশের একমাত্র ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে খেলাধুলা ও পড়ালেখার মেলবন্ধনে চমৎকার এক সমন্বিত কার্যক্রম পরিচালনা করছে। জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এখানকার খেলোয়াড়রা জাতির জন্য অনন্য সব গৌরব বয়ে এনেছে এবং আনছে।’

তিনি আরও বলেন, ‘বিকেএসপির প্রতিষ্ঠার ৩৯ বছরেও অফিসিয়ালি কোনো থিম সং ছিল না। এই থিম সংটিতে বিকেএসপির ইতিহাস, গৌরব, বিশ্বক্রীড়ামঞ্চে জাতীয় পতাকা উড়ানোর স্বপ্ন, প্রত্যয় এবং বহুমুখী কার্যক্রম তুলে ধরা হয়েছে। দেশের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম স্বপ্নচারী হয়ে উঠবে এই থিম সংয়ের মাধ্যমে। আমার বিশ্বাস, এই থিম সং বিকেএসপির প্রতিটি ক্যাডেটকে আরও দৃঢ়প্রত্যয়ী এবং দেশপ্রেমে উজ্জীবিত করবে, একদিন তারাই স্বদেশের পতাকা উড়াবে অলিম্পিকসহ বিশ্ব ক্রীড়াঙ্গনে।’

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

১ ডিসেম্বর ১৯৭১: কালীগঞ্জ গণহত্যায় শহীদ হন ১৩৬ নিরীহ মানুষ
‘দেশ স্বাধীন করলেও চৌকিদারের কাছেও দাম পাই না’
বিকেএসপির প্রথম থিম সং, ‘এসো স্বদেশের পতাকা উড়াই’
স্বর্ণের দাম আরও বাড়ল, ভরি কত
বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে আরেকটি মামলা
ইসি চাইলে ভোটার হতে পারবেন তারেক রহমান
জোটে দলীয় প্রতীকে নির্বাচন কেন অবৈধ নয়: হাইকোর্ট
অধ্যাদেশ জারির একদিনের মধ্যে সচিব পেল সুপ্রিম কোর্ট সচিবালয়
আগামীকাল এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা
এখনকার সংস্কার নির্বাচিত সরকারের হজম করা কঠিন: ওয়াহিদউদ্দিন
‘মেড ইন বাংলাদেশ’ এখন মর্যাদার প্রতীক: পরিবেশ উপদেষ্টা
চকবাজার ও মোহাম্মদপুরের ভবনে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
নির্বাচন পেছাতে দেওয়া হবে না: পীর সাহেব চরমোনাই
একটি দল প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছে: জামায়াত আমির
লিবিয়ায় বন্দী ১৭৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো সরকার
মোহাম্মদপুরে ৬ তলা ভবনে আগুন
ডেঙ্গুতে নভেম্বরে বছরের সর্বোচ্চ মৃত্যু ১০৪
চকবাজারের আবাসিক ভবনে আগুন
হেলথ অ্যান্ড হোপে ডে–কেয়ার সেন্টার শুরু
তৃতীয় দিনের মতো শহীদ মিনারে স্বাস্থ্য সহকারীরা: বন্ধ টিকাদন কর্মসূচি