রানার্সআপ হয়ে বাংলাদেশ এশিয়ান কাপে কোয়ালিফাই
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯:৪৪, ১ ডিসেম্বর ২০২৫
রানার্সআপ হয়ে বাংলাদেশ এশিয়ান কাপে কোয়ালিফাই। ছবি: সংগৃহীত
চীনের সঙ্গে হারের পরও বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ ফুটবল দল এশিয়ান কাপের জন্য কোয়ালিফাই করেছে। গ্রুপে পাঁচ ম্যাচের চারটিতে জয়ী হওয়া বাংলাদেশের কিশোররা রানার্সআপ হয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে ঢাকায় ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুটবল দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
চীনের চংজিংয়ে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল স্বাগতিক চীন, পূর্ব তিমুর, বাহরাইন, শ্রীলঙ্কা ও ব্রুনাই। প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৫-০ গোলে হারানো বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ব্রুনাইকে ৮-০ গোলে পরাজিত করে। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে এবং চতুর্থ ম্যাচে বাহরাইনকে ২-১ গোলে হারিয়ে ১২ পয়েন্ট অর্জন করে দলটি।
শেষ ম্যাচে গ্রুপসেরা হওয়ার জন্য চীনের বিপক্ষে জয় প্রয়োজন ছিল। তবে স্বাগতিক কিশোররা ৪-০ গোলে বাংলাদেশের ওপর জয় নিয়ে গ্রুপে শীর্ষ স্থান দখল করে। এভাবে বাংলাদেশ ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হয়ে চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করে।
বাংলাদেশের লক্ষ্য ছিল গ্রুপের বাকি ম্যাচগুলোতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া, যা এই কিশোররা শতভাগভাবে পূরণ করেছে।
