একটি দল প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছে: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:০৩, ১ ডিসেম্বর ২০২৫
একটি দল প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছে: জামায়াত আমির। ছবি: ইসলামী আন্দোলন
বিএনপির বিরুদ্ধে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনিক ক্যু করার চেষ্টার অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বিএনপির নাম উচ্চারণ না করে বলেন, ৫ আগষ্টের পরে ইসলামী দলের কোন কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজীর কোন অভিযোগ আসে নাই। কিন্তু একটি দল চাঁদাবাজী, সন্ত্রাস করে যাচ্ছে। আমি দায় ও দরদ নিয়ে তাদেরকে এসব বন্ধ করতে বলেছিলাম। কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার আগেই দাপট দেখাচ্ছে, প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছে।
সোমবার (১ ডিসেম্বর) খুলনার বাবরী চত্তরে আট দলের খুলনা বিভাগীয় সমাবেশে জামায়াত আমির এ কথা বলেন। ৫ দফা দাবিতে আন্দোলনরত আট দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির উদ্দেশে জামায়াত আমির আরও বলেন, “ছলে-বলে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। বাংলাদেশে এটা হতে দেয়া হবে না। কেউ চোরাপথে হাঁটার চেষ্টা করলে আরেকটি ৫ আগষ্ট আসবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, একটি দল বাহাত্তরের সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছে। যারা শহিদ জিয়া ও খালেদা জিয়াকে ভালোবাসে তারা বাহাত্তরের সংবিধানের পক্ষে অবস্থান নিতে পারে না।
দুপুর ১২টা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলমান সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। সমাবেশে আটদলের শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
